স্বাধীনদেশ টেলিভিশন

বিশ্বের ২১৩টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতি করোনাভাইরাস

বিশ্বজুড়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৩ কোটি ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় এ তথ্য জানিয়েছে। সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৯ লাখ ৪০ হাজারের বেশি মানুষ। উহান থেকে এখন পর্যন্ত বিশ্বের ২১৩টি দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতি করোনাভাইরাস।

সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্র, ভারত ও ব্রাজিলে। শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই ৬৮ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। মারা গেছে ২ লাখের বেশি। এদিকে ইউরোপের দেশগুলোতে শুরু হয়েছে করোনার দ্বিতীয় তরঙ্গ। আফ্রিকায় ১০ লাখের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে। ভারতে লাফিয়ে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। প্রতিদিনই ৯০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হচ্ছে। এখন পর্যন্ত মারা গেছে ৮৪ হাজার ৪০৪ জন।

সূত্র:বিবিসি

আরো সংবাদ