স্বাধীনদেশ টেলিভিশন

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি।

রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে মাহবুবে আলমের ইন্তেকালের সংবাদে মন্ত্রী তার শোক বার্তায় বলেন, দীর্ঘ সাড়ে চার দশক প্রাজ্ঞ আইনী সেবাদানকারী মাহবুবে আলম আমৃত্যু দেশসেবার এক অনুসরণীয় উদাহরণ।

ড. হাছান এই প্রয়াত আইনজ্ঞের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় রোববার সন্ধ্যায় মারা যান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

গত ৪ সেপ্টেম্বর জ্বর নিয়ে ঢাকা সিএমএইচে ভর্তি হয়েছিলেন তিনি। সেখানে নমুনা পরীক্ষায় তার করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।

চিকিৎসাধীন অবস্থায় শারীরিক অবস্থার হঠাৎ অবনতি ঘটলে গত ১৮ সেপ্টেম্বর তাকে আইসিইউতে নেওয়া হয়। তবে তার সর্বশেষ করোনাভাইরাস পরীক্ষায় ফল নেগেটিভ এসেছিল।

মাহবুবে আলম ২০০৯ সালে অ্যাটর্নি জেনারেলের পদে নিয়োগ পান। তারপর মৃত্যু পর্যন্ত তিনি ওই পদে ছিলেন। পদাধিকার বলে বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন তিনি।

আরো সংবাদ