স্বাধীনদেশ টেলিভিশন

স্ত্রীসহ করোনায় আক্রান্ত ডনাল্ড ট্রাম্প

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া। শুক্রবার এক টুইটবার্তায় ট্রাম্প এ তথ্য জানান।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, ‘ফ্লোটুস (ফার্স্ট লেডি) ও আমার কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ এসেছে। আমরা শিগগিরই কোয়ারেন্টিন ও আরোগ্য প্রক্রিয়া শুরু করব। আমরা একসঙ্গেই এই পরিস্থিতি মোকাবিলা করব।’

এর আগে শীর্ষ সহকারী আক্রান্ত হওয়ার পর সস্ত্রীক কোয়ারেন্টিন প্রক্রিয়া শুরু করার কথা জানিয়েছিলেন ট্রাম্প।

বৃহস্পতিবার ট্রাম্পের জ্যেষ্ঠ উপদেষ্টা হোপ হিকসের করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। এরপর থেকে কোয়ারেন্টিনে আছেন তিনি।

এ নিয়ে এক টুইটবার্তায় ট্রাম্প জানিয়েছিলেন, স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে তিনি ও মেলানিয়া করোনা পরীক্ষা করিয়েছেন। এখন তারা ফলের অপেক্ষায় আছেন।

বৃহস্পতিবার রাতে আরেক টুইটবার্তায় ট্রাম্প জানিয়েছিলেন, কোনো বিরতি না নিয়ে হিকস টানা কাজ করছিলেন। তার করোনা হয়েছে। বিষয়টি ভয়ংকর।

তিনি বলেছিলেন, ‘আমি ও ফার্স্ট লেডি করোনা পরীক্ষার ফলের জন্য অপেক্ষা করছি। এরই মধ্যে আমরা কোয়ারেন্টিনের প্রক্রিয়া শুরু করেছি।’

স্থানীয় সময় মঙ্গলবার এক টিভি বিতর্কে অংশ নিতে ট্রাম্প ওহাইও অঙ্গরাজ্যে যান। সে সময় তার সঙ্গী ছিলেন হিকস।

এক ছবিতে দেখা যায়, মাস্ক ছাড়া প্লেন থেকে ওহাইওর ক্লিভল্যান্ডে নামছেন হিকস।

পরের দিন বুধবার মিনেসোটা অঙ্গরাজ্যে এক নির্বাচনী সভায় ট্রাম্পের সঙ্গে ছিলেন হিকস।

ট্রাম্পের ঘনিষ্ঠ সহকারীদের মধ্যে ৩১ বছর বয়সী হিকসই প্রথম যিনি করোনায় আক্রান্ত হয়েছেন। সূত্র: বিবিসি

আরো সংবাদ