স্বাধীনদেশ টেলিভিশন

দুবাইয়ে ২ লাখ ৫ হাজার দিরহাম ফিরিয়ে দিলেন বাসচালক

সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ের একজন পাবলিক বাসচালক তার পেছনে ব্যাগসহ ফেলে রাখা ২ লাখ ৫ হাজার দিরহাম পেয়ে ফিরিয়ে দিয়ে সম্মাননা পেয়েছেন।

দুবাইয়ের সড়ক ও পরিবহন কর্তৃপক্ষের (আরটিএ) বোর্ডের এক্সিকিউটিভ ডিরেক্টরসের চেয়ারম্যানের মহাপরিচালক মত্তার মোহাম্মদ আল তাইয়ার তার সততা ও আনুগত্যের জন্য পাবলিক ট্রান্সপোর্ট এজেন্সির বাসচালক নূর খানকে সম্মানিত করেছেন।

বাস চালানো শেষ হওয়ার পর তিনি ব্যাগটি খুঁজে পান। এ সময় তিনি তাৎক্ষণিকভাবে তত্ত্বাবধায়কের কাছে আসেন ও টাকার ব্যাগটি তার কাছে দেন। এরপর সেই তত্ত্বাবধায়ক ব্যাগটি তার মালিকের কাছে ফেরত দেয়ার পদক্ষেপ নেন।

গণপরিবহন সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা আহমদ বাহরোজিনের উপস্থিতিতে আল তাইয়ার খানকে তার কাজের উৎসর্গ এবং কোনো দ্বিধা ছাড়াই ব্যাগ হস্তান্তর করার জন্য ধন্যবাদ জানান।

সূত্র: যুগান্তর অনলাইন

আরো সংবাদ