স্বাধীনদেশ টেলিভিশন

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ৩০ অক্টোবর

দেশের আকাশে শনিবার পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আজ সন্ধ্যা থেকে (হিসাবে কাল থেকে) পবিত্র রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। সেই হিসাবে ৩০ অক্টোবর সারা দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হবে। জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে শনিবার এ সিদ্ধান্ত হয়েছে বলে ইসলামিক ফাউন্ডেশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এর আগে ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে ধর্ম সচিব মো. নূরুল ইসলামের সভাপতিত্বে মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয়ের আয়োজনে অনলাইন আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। পরে নুরুল ইসলাম জানান, কোভিড-১৯ মহামারী পরিস্থিতি বিবেচনায় এ বছর স্বাস্থ্যবিধি অনুসরণ করে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হবে।

আরো সংবাদ