স্বাধীনদেশ টেলিভিশন

প্রত্যাশিত জয়ের কাছাকাছি বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের এ পর্যন্ত প্রাপ্ত ফলাফলে রিপাবলিকান প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত ২৬৪টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে এগিয়ে আছেন বাইডেন। তার প্রতিদ্বন্দ্বী বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৪টি ইলেকটোরাল কলেজ ভোট।

বৃহস্পতিবার সকালে সংবাদমাধ্যম আল জাজিরা তাদের লাইভ ইলেকটোরাল কলেজ ভোটে এই সর্বশেষ তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে মোট ৫৩৮টি ইলেকটোরাল ভোটের মধ্যে অন্তত ২৭০টি নিশ্চিত করতে হবে

উইসকনসিনের পর মিশিগানে জিতে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন চূড়ান্ত জয়ের পথে ব্যবধান বাড়িয়ে নিয়েছেন। তিনি বলেছেন, তিনি জয়ী হচ্ছেন, এটা ‘স্পষ্ট’।

অন্যদিকে রিপাবলিকান প্রার্থী প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যাচ্ছেন আইনি লড়াইয়ের পথে। সেক্ষেত্রে চূড়ান্ত ফল পেতে অপেক্ষা আরও বাড়বে।

সবার নজর এখন পেনসিলভেইনিয়া, অ্যানিজোনা আর জর্জিয়ার দিকে। ভোট গণনা এখনও চলছে বলে জয়-পরাজয় নিশ্চিত হতে অপেক্ষায় থাকতে হচ্ছে আরও।

করোনাভাইরাস মহামারীর মধ্যে এই নির্বাচনে ১০ কোটির বেশি আগাম ভোট পড়েছে। এক শতকের বেশি সময়ের মধ্যে এবারের নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পড়ছে বলে ধারণা করা হচ্ছে। পোস্টাল ব্যালট গোণা শেষ হতে সময় লাগছে বেশি।

আরো সংবাদ