স্বাধীনদেশ টেলিভিশন

৫০ বছর পর মিয়ানমারে দ্বিতীয় সাধারণ নির্বাচন আজ

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে সামরিক শাসনের ৫০ বছর পর দ্বিতীয় বারের মতো জাতীয় নির্বাচন শুরু হয়েছে। আজ রবিবার (৮ নভেম্বর) সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলবে সন্ধ্যা পর্যন্ত তা চলবে।

৫০ বছরের সামরিক শাসনের পর এটি দেশটিতে দ্বিতীয় বারের মতো গণতান্ত্রিক নির্বাচন। এবারের নির্বাচনে ৯৩টি দল অংশ নিলেও, অং সান সু চি -এর দল এনএলডি এবং প্রধান বিরোধী- ইউএসডিপি সবচেয়ে জনপ্রিয়।

ধারণা করা হচ্ছে, এ ‍নির্বাচনে অং সান সু চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি পুনর্নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, এটা অনেকটাই নিয়মরক্ষার নির্বাচন হতে যাচ্ছে।

সোমবার এই নির্বাচনের ফল পাওয়া যেতে পারে। এমন সময় ভোট হচ্ছে যখন দেশটিতে করোনা মহামারির সংক্রমণ পুনরায় বাড়ছে।

এই নির্বাচনে ৩ কোটি ৭০ লাখ মানুষ ভোটা দেবেন। কিন্তু রাখাইন শান কাচিন মন ও বাগো এলাকায় বাতিল করা হয় ভোটগ্রহণ। এতে, ভোটাধিকার প্রয়োগ বঞ্চিত হচ্ছেন ১৫ লাখ মানুষ। সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাখাইনের সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠী।

সূত্র : আল জাজিরা

আরো সংবাদ