স্বাধীনদেশ টেলিভিশন

প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রাম যুবলীগের দুই পক্ষের পৃথক সভা

চট্টগ্রাম মহানগর যুবলীগের দুই পক্ষ আজ বুধবার আলাদাভাবে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীর সভা করেছে।

নগরীর কাজীর দেউড়িতে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ও নগরীর স্টেশন রোডে সৈকত কনভেনশন সেন্টারে যুবলীগের ব্যানারে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা হয়েছে।

কয়েকজন নেতা-কর্মী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার সকালে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আলোচনা সভার আয়োজন করেন যুবলীগের আহ্বায়ক মহিউদ্দীন বাচ্চু। এতে আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নঈম উদ্দিন চৌধুরী প্রধান অতিথি ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে নঈম উদ্দিন চৌধুরী বলেন, যুবলীগের চট্টগ্রাম জেলার প্রতিষ্ঠাতা সভাপতি মৌলভী ছৈয়দ বঙ্গবন্ধুর জন্য জীবন দিয়েছেন। গণমানুষের নেতা এবিএম মহিউদ্দীন চৌধুরী, সুলতানুল কবির চৌধুরী, মোছলেম উদ্দিন আহমদ, কাজী ইনামুল হক দানু ও খালেকুজ্জামানদের মত নেতারা চট্টগ্রামে যুবলীগের নেতৃত্ব দিয়ে গেছেন। তাদের পথ অনুসরণ করে যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চুর নেতৃত্বে কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

অন্যদিকে নগরীর স্টেশন রোডে সৈকত কনভেনশন সেন্টারে অন্য সভাটির আয়োজন করেন মহানগর যুবলীগের চার যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকা, ফরিদ মাহমুদ, দিদারুল আলম ও মাহবুবুল হক সুমন।

মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকার সভাপতিত্বে ও মাহবুবুল হক সুমনের পরিচালনায় উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন ফরিদ মাহমুদ, দিদারুল আলম দিদার, আনোয়ার হোসেন আজাদ, লোকমান হাকিম, বেলায়েত হোসেন বেলাল, মাহাবুব আলম আজাদ, রেজাউল করিম কায়সার, নেছার আহমেদ, আব্দুল আউয়াল, ওয়াহিদ হাসান, শেখ নাছির আহমেদ, দেলোয়ার হোসেন দেলু, মোজাম্মেল হোসেন নান্টু প্রমুখ।

প্রসঙ্গত, সংগঠনের রীতি-নীতি লঙ্ঘন, আধিপত্য বিস্তার, দখল বাণিজ্য, পদ-পদবী ব্যবহার করে কৌশলে ক্ষমতার অপব্যবহারসহ নানা অভিযোগে বিভক্ত হয়ে পড়েছে চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির ৫ শীর্ষ নেতা। এক পক্ষে আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু, অন্য পক্ষে চার যুগ্ম আহ্বায়ক।

তবে চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু বলে আসছেন, সংগঠনের মধ্যে কোনো দ্বিধাবিভক্তি নেই। অন্যদিকে যুগ্ম-আহ্বায়ক ফরিদ মাহমুদ বলে আসছেন, গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপের কারণেই আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চুর সঙ্গে নেই ৪ যুগ্ম-আহ্বায়কসহ নেতাকর্মীরা।

আরো সংবাদ