স্বাধীনদেশ টেলিভিশন

চট্টগ্রামে ভেজাল ওষুধ তৈরির কারখানার সন্ধান, আটা-ময়দা দিয়ে তৈরি হচ্ছিল ওষুধ

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকায় একটি ভেজাল ওষুধের কারখানার সন্ধান পেয়েছে গোয়েন্দা পুলিশ।

শুক্রবার বিকেলে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়।

এর আগে বৃহস্পতিবার রাতে পুরাতন কালুরঘাটস্থ তারানন্দ যুগীশ্রাম কালি মন্দিরের সামনে বেলালের ভবনে অভিযান চালিয়ে কারখানাটির সন্ধান পায় গোয়েন্দা পুলিশ।

সেখান থেকে নকল ওষুধ তৈরির নানা সরঞ্জামের পাশাপাশি বিপুল পরিমাণ ভেজাল ওষুধ জব্দ করা হয়।

এ ঘটনায় মোহাম্মদ হোসেন (৪০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। একই ঘটনায় মাহমুদুল হক (৪৫) নামের একজন পলাতক রয়েছেন।

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেন বলেন, সংঘবদ্ধ চক্রটি দীর্ঘদিন ধরে নামিদামি কোম্পানীর ওষুধের নাম ব্যবহার করে সেগুলো ভেজালভাবে প্রস্তুত করে উচ্চ দামে বাজারজাত করে আসছে। তারা নিজস্ব কেমিস্ট নিয়োগ করে ও বিভিন্ন নিম্নমানের ক্যামিকেল দিয়ে ওষুধগুলো তৈরি করে।

তিনি বলেন, গ্রেপ্তার হোসেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় বাংলাদেশ যৌন উত্তেজক ওষুধের চাহিদা বেশি থাকায় তারা বিদেশী বিভিন্ন ওষুধের নাম ব্যবহার করে অধিক দামে তাদের পরিচিত ফার্মেসিতে বিক্রি করে আসছে। ওষুধ তৈরির বৈধ কোন কাগজপত্র উপস্থাপন করতে পারেননি তিনি।

আরো সংবাদ