স্বাধীনদেশ টেলিভিশন

করোনার থাবায় যুক্তরাষ্ট্রে বাড়ছে বেকারত্ব!

করোনার প্রকোপে যুক্তরাষ্ট্রে দিন দিন নতুন করে বেকারত্বের হার চাঙ্গা হচ্ছে। জুলাইয়ের পর গেল দুই সপ্তাহে দেশটিতে রাষ্ট্রীয় বেকারত্ব প্রণোদনার পেতে রেকর্ড সংখ্যাক আবেদন পড়েছে।

এই তথ্য থেকে ধরে নেয়া হচ্ছে ক্রমবর্ধমান করোনাভাইরাস প্রকোপ এবং লকডাউনের ফলে নতুন করে বেকারত্ব সৃষ্টি হচ্ছে দেশটিতে।

মার্কিন শ্রম দপ্তরের তথ্য অনুযায়ী, ২১ নভেম্বর শেষে প্রাথমিক তথ্যে বেকারত্বের সংখ্যা ৩০,০০০ বেড়ে ৭ লাখ ৭৮ হাজার হয়েছে। এই সংখ্যা এই সপ্তাহে ৭৮ হাজার বেড়েছে বলে জানিয়েছে আল জাজিরা।

বেকারত্বের ক্রমাগত বৃদ্ধি প্রমাণ করে যে, করোনাভাইরাসের কারণে আপাতত দেশটির অর্থনৈতিক প্রত্যাবর্তনের তেমন কোন সুযোগ নেই।

আল জাজিরার জানায়, রাজ্য এবং শহরগুলোতে ব্যবসায়িক কার্যকলাপ কমে গিয়ে উল্টো হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়েছে আশঙ্কাজনক হারে। এ কারণে জনবলের সীমাবদ্ধতা থাকায় চাকরির বাজার বাধার মুখে পড়েছে।

সিটিগ্রুপ ইনকর্পোরেটেডের বৈশ্বিক প্রধান অর্থনীতিবিদ ক্যাথরিন মান ব্লুমবার্গ টেলিভিশনে বলেন, “শ্রম বাজারের ক্রমাগত এমন দুর্বল অবস্থায় থাকা সমগ্র অর্থনীতিকে নিচে নামিয়ে আনতে যাচ্ছে।”

মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি রাজ্যে গেল কয়েক সপ্তাহে উল্লেখযোগ্য হারে করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। এক্ষেত্রে সবচেয়ে বেশি সংক্রমণ ইলিনয়ে। তবে শিকাগোতে গত সপ্তাহ থেকে বাড়িতে অবস্থানের উপর জোর দেয়া হচ্ছে।

এছাড়া মিশিগান, ওয়াশিংটন, নিউ মেক্সিকো, ক্যালিফোর্নিয়া এবং মিনেসোটাও উচ্চ হারে কোভিড সংক্রমণের ঘটনা ঘটছে।

আরো সংবাদ