স্বাধীনদেশ টেলিভিশন

কলকাতার বিমানে ঝাঁকে ঝাঁকে মৌমাছির আক্রমণ

পশ্চিমবঙ্গের কলকাতা বিমানবন্দরে হানা দিয়েছে ঝাঁকে ঝাঁকে মৌমাছি। মৌমাছির দলের আক্রমণে দিশেহারা অবস্থা হয়েছে বিমানবন্দরের কর্মীদের ৷

সোমবার ভারতের স্থানীয় সময় বিকেল চারটায় এই ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ভিস্তারা এয়ারলাইন্সের একটি এয়ারবাস-৩২০ নিও বিমানের ককপিটের ঠিক পিছনের দিকে মৌমাছির দল বসেছিল। কিন্তু তাতে নাড়া লাগায় শত শত মৌমাছি গুনগুন করে উড়তে থাকে আকাশেও ৷ একসঙ্গে এত মৌমাছির ঝাঁক দেখে সকলেই চমকে ওঠেন।

বিমানটি টেক অফ করার কথা ছিল বিকেল ৫টায় ৷ কিন্তু সেটা শেষ পর্যন্ত সম্ভব হয়নি ৷ বিমান ছাড়তে এক ঘণ্টা দেরি হয় ৷ সোশ্যাল মিডিয়ায় ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই তা মুহূর্তে ভাইরাল হয়ে যায় ৷

এ ঘটনায় বিমানের কাছাকাছি যে কর্মীরা ছিলেন, যারা জ্বালানি ভরছিলেন বা বিমান পরিষ্কার করছিলেন, তারা ভয় পেয়ে যান ৷ মৌমাছি তাড়াতে এরপর দমকলবাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। উচ্চ ক্ষমতাসম্পন্ন পানির জেট দিয়ে এক নিমেষেই বিমান থেকে মৌমাছিগুলিকে নামিয়ে আনেন দমকল বাহিনীর সদস্যরা ৷

বিমানবন্দরের কতৃপক্ষের মতে, কলকাতা বিমানবন্দরে বেশ কিছু পুরনো হ্যাঙার রয়েছে ৷ সেগুলোর ছাদে মৌমাছিদের বাসা বাঁধতে প্রায়শই দেখা গিয়েছে ৷ এর আগেও গেল বছর এয়ার ইন্ডিয়ার একটি বিমানে মৌমাছির ঝাঁক এভাবেই হানা দিয়েছিল ৷ এ বছর একই ঘটনা ঘটল ভিস্তারার বিমানে ৷

আরো সংবাদ