স্বাধীনদেশ টেলিভিশন

দুবাই’তে আজ থেকে কমেছে পানি ও বিদ্যুতের দাম

সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাই এর পানি ও বিদ্যুৎ বিভাগের কর্তৃপক্ষ (দেবা) আজ (১ ডিসেম্বর) থেকে বিদ্যুৎ বিল ও পানি বিল কমানোর ঘোষণা দিয়েছে। বিদ্যুতের ব্যবহারের খরচ বর্তমানে প্রতি ইউনিট বা কিলোওয়াট/ ঘণ্টার মূল্য ৬. ৫ ফিলস যা কমিয়ে প্রতি প্রতি ইউনিট বা কিলোওয়াট / ঘণ্টার জন্য ৫ ফিলস করা হবে।

সংশ্লিষ্ট এক কর্মকর্তার বরাত দিয়ে খালিজ টাইমস জানিয়েছে , পানি ব্যবহারের খরচ বর্তমানে ০.৬  ফিলস যা কমিয়ে ০.৪ ফিলস করা হবে। দুবাইয়ের শক্তি মিশ্রণে নবায়নযোগ্য এবং ক্লিয়ার শক্তির অংশীদারিত্ব বৃদ্ধির জন্য সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক মান্যবর শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের নির্দেশে এই সিদ্ধান্ত নিয়েছে ।

আরো সংবাদ