স্বাধীনদেশ টেলিভিশন

চাঁদের বুকে অবতরণ করেছে চীনের চন্দ্রযান চ্যাঙ’ই-ফাইভ

সফলভাবে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করেছে চীনের মহাকাশযান চ্যাঙ’ই-ফাইভ । গত মঙ্গলবার রোবটিক মহাকাশযানটি অবতরণ করে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম।

গত ২৪ নভেম্বর চাঁদ থেকে নমুনা সংগ্রহ করতে এটি চাঁদের উদ্দেশ্যে যাত্রা করে। চীনা পুরাণের চাঁদের দেবীর নাম অনুসারে এর নামকরণ হয়েছে। চাঁদের পৃষ্ঠ থেকে দুই কেজি নমুনা সংগ্রহ করবে চ্যাঙ’ই-ফাইভ। এটি চাঁদ থেকে শিলা ও ধূলিকণা সংগ্রহ করবে যা বিজ্ঞানীদের চাঁদের উৎস নিয়ে বিষদ আকারে গবেষণায় সহায়তা করবে। চাঁদের যে এলাকা থেকে নমুনা সংগ্রহ করা হবে তার নাম ওশেনাস প্রসেলারাম যার অর্থ ঝড়ের সমুদ্র।

পরিকল্পনামত মিশন সফল হলে চাঁদের নমুনা সংগ্রহকারী দেশের তালিকায় তৃতীয় দেশ হিসেবে যুক্ত হবে চীনের নাম। এর আগে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের চন্দ্রযান চাঁদের বুক থেকে সফলভাবে নমুনা সংগ্রহ করে পৃথিবীতে আনে। চাঁদের নমুনা সংগ্রহে এ ধরনের অভিযান গত চার দশকের মধ্যে প্রথম।

আরো সংবাদ