স্বাধীনদেশ টেলিভিশন

ভারতে যুক্তরাজ্যফেরত ৬ জনের শরীরে করোনার নতুন স্ট্রেন!

যুক্তরাজ্য থেকে ফেরা ছয় ভারতীয়র শরীরে নতুন ধরনের করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।

এ খবরে দেশটিতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আক্রান্তদের মধ্যে তিনজন মেডিকেল স্কুল অব বেঙ্গালুরুতে, দুজন সিসিএমবি হায়দরাবাদে ও একজন এনআইভি পুনেতে ভর্তি আছেন। খবর এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকার।

করোনার এই নতুন স্ট্রেন নিয়ে বেশ চাপে আছে যুক্তরাজ্যসহ ইউরোপের একাধিক দেশ। সেখানে নতুন করে লকডাউন ঘোষিত হয়েছে করোনা সংক্রমণ ঠেকাতে। ভারতও ব্রিটেন থেকে আগত সব বিমান বন্ধ করে দিয়ে সংক্রমণ আটকানোর চেষ্টা করছে।

কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। ছয় ব্রিটেনফেরত ভারতীয় নাগরিকের শরীরে করোনার নতুন স্ট্রেন পাওয়া গেছে। মনে করা হচ্ছে, এই করোনার ভ্যারিয়েন্টেটির ক্ষমতা আগেরটির থেকে ৭০ শতাংশ বেশি ভয়ঙ্কর।

যার ফলে এ নিয়ে আতঙ্ক আরও বাড়ছে। ব্রিটেনে প্রথম এই ভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের সন্ধান পাওয়া যায়।

ভারতের স্বাস্থ্য বিভাগ বলেছে, তাদের প্রত্যেককে আলাদা ঘরে রাখা হয়েছে। বিশেষ নজরদারিতে রেখে চলছে চিকিৎসা। পাশাপাশি অন্য করোনা আক্রান্তদের সঙ্গে তাদের কোনোরকম সংযোগ যাতে না হয়, সেদিকে খেয়াল রাখা হচ্ছে।

আরো সংবাদ