স্বাধীনদেশ টেলিভিশন

যুক্তরাজ্য ভ্রমণকারীদের কোভিড-১৯ নেগেটিভ রেজাল্ট দেখাতে হবে

যুক্তরাজ্যে প্রবেশ করতে আগ্রহী সকল আন্তর্জাতিক যাত্রীকে সেদেশে যাওয়ার আগে কোভিড-১৯ নেগেটিভ সনদ দেখাতে হবে। অচিরেই চালু হতে চলা এই পদক্ষেপের আওতায় স্বাস্থ্য পরীক্ষার সনদহীন ব্যক্তিকে দেশটিতে প্রবেশ করতে দেওয়া হবে না।

ব্রিটিশ নাগরিকসহ জল, স্থল বা আকাশপথে আসা সকল যাত্রী নতুন বিধিমালার আওতায় পড়বেন। তাই যুক্তরাজ্যে আসতে চাইলে ভ্রমণের ৭২ ঘণ্টা আগে তারা যেদেশে অবস্থান করছেন সেখানে করোনা টেস্ট করাতে হবে, বলে জানিয়েছে বিবিসি।

দেশটির পরিবহনমন্ত্রী গ্রান্ট শ্যাপস বলেছেন, নেগেটিভ সনদ ছাড়া যাত্রীরা যুক্তরাজ্যগামী যানে আরোহন করতে পারবেন না। অর্থাৎ, তাদের ভ্রমণের অনুমতি  বা ভিসা দেওয়া হবে না।

এছাড়া, ট্রাভেল করিডরের তালিকায় নেই এমন দেশ থেকে আসাদের নেগেটিভ সনদ থাকার পরও প্রবেশে নিষেধাজ্ঞা বহাল থাকবে।

শ্যাপস জানান, দক্ষিণ আফ্রিকায় আরেকটি মারাত্মক করোনাভাইরাসের অভিযোজিত ধরন পাওয়ার প্রেক্ষিতে তার সরকার টেস্টিং সনদের বিষয়টি বাধ্যতামূলক করতেই আগ্রহী। “জীবাণুর নতুন ধরন বিজ্ঞানী মহলে চরম উদ্বেগের সৃষ্টি করেছে,” বলেও তিনি উল্লেখ করেন। 

আরো সংবাদ