স্বাধীনদেশ টেলিভিশন

এবার ইউরোপ ও ব্রাজিলে ‘ভ্রমণ নিষেধাজ্ঞা’ বজায় রাখবেন বাইডেন

মার্কিন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নের অধিকাংশ দেশ এবং ব্রাজিলের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আদেশ দেওয়া সত্ত্বেও তা বজায় রাখা হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের মুখপাত্র। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

বাইডেনের মুখপাত্র জেন সাকি টুইটারে বলেছেন, ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করার সময় এটি নয়।

২০ জানুয়ারি, বুধবার বাইডেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন।যুক্তরাষ্ট্র গত মার্চে ইউরোপেরও ওপর ও মে-তে ব্রাজিলের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছিল।

আরো সংবাদ