স্বাধীনদেশ টেলিভিশন

ঘন কুয়াশা: ঢাকা ও সিলেটের ফ্লাইট নামলো চট্টগ্রামে

ঘন কুয়াশার কারণে ঢাকার শাহজালাল ও সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে না পেরে চট্টগ্রামের শাহ আমানতে অবতরণ করেছে দুইটি আন্তর্জাতিক ফ্লাইট।


শুক্রবার (২৯ জানুয়ারি) সকাল ৭টা ২৫ মিনিটে মাসকাট থেকে ১৩৮ জন যাত্রী নিয়ে আসা বেসরকারি ইউএস বাংলার বোয়িং ৭৩৭ ফ্লাইট চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে।
এর ১০ মিনিট পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাই থেকে ২৬২ জন যাত্রী নিয়ে আসা ফ্লাইট সিলেটে অবতরণ করতে না পেরে চট্টগ্রামে অবতরণ করে।

শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান জানান, দুই বিমানবন্দরে কুয়াশা কেটে যাওয়ার পর ৮টা ৫০ মিনিটে সিলেটের এবং ৯টা ৫ মিনিটে ঢাকার ফ্লাইট দুইটি নিজ গন্তব্যে চলে গেছে।


তিনি জানান, কুয়াশার কারণে ফ্লাইট না আসায় ঢাকা-চট্টগ্রাম রুটের অভ্যন্তরীণ ফ্লাইটের যাত্রীদের এক ঘণ্টা যাত্রা বিলম্ব হয়েছে।

আরো সংবাদ