স্বাধীনদেশ টেলিভিশন

দাঁত থাকতে দাঁতের মর্ম কেউ বুঝে না…

শেখ নুরুল ইসলাম রাশেদ

সাদ্দাম যখন ইরাক শাসন করতো তখন তাঁর জনগণই সাদ্দামকে স্বৈরাচারী বা বিভিন্নভাবে সমালোচনা করতো এবং সাদ্দামকে যখন ইহুদিরা ফাঁসি দিয়ে হত্যা করলো ইরাকের জনগণই তার মরদেহে থুতু দিয়েছিল কিন্তু তার ফাঁসির দায়িত্বে থাকা আমেরিকান সৈন্যরা তা দেখে কেঁদেছিলো, আজ কি ইরাক সাদ্দাম ব্যতিত অনেক ভালো আছে?

গাদ্দাফি যখন লিবিয়া শাসন করতো তখন তার জনগণ গাদ্দাফিকে স্বৈরাচারী বা বিভিন্নভাবে গালাগাল করতো, শেষমেশ তারই জনগণ তাকে নির্মমভাবে হত্যা করলো, কিন্ত আজ কি লিবিয়া গাদ্দাফি ছাড়া ভালো আছে? তেমনি আপনি শেখ হাসিনাকে অপছন্দ করতে পারেন কিংবা শেখ হাসিনার সমালোচনা করতে পারেন কিন্ত এটা অস্বীকার করতে পারবেন না, বাংলাদেশ এগিয়ে যাওয়ার পিছনের একমাত্র অবদান হলো শেখ হাসিনার।

শেখ হাসিনাকে আপনারা মূল্যায়ন না দিলেও পৃথিবীর অনেক দেশ এমনকি বেশিরভাগ মুসলমান দেশই তাদের আইডল হিসেবে দেখে, যেমনটা আমরা দেখেছিলাম সাদ্দাম ও গাদ্দাফির বেলায়।

আপনি মানেন আর না মানেন কিন্ত এটা সত্য যে শেখ হাসিনার পরে বাংলাদেশে আর কোনো যোগ্য প্রধানমন্ত্রী আপাতত নেই।

দাঁত থাকতে দাঁতের মর্ম কেউ বুঝে না…..

আরো সংবাদ