স্বাধীনদেশ টেলিভিশন

একুশে পদক আমার রাষ্ট্রীয় স্বীকৃতি: আহমেদ ইকবাল হায়দার

২০২১ সালের একুশে পদকের জন্য নাটক ক্যাটাগরিতে মনোনীত আহমেদ ইকবাল হায়দার বলেছেন, এখন আমার দায়িত্ববোধ আরও বেড়ে গেছে। এই প্রাপ্তি আমাকে আরও ভালো কিছু করতে অনুপ্রেরণা যোগাবে।

তিনি বলেন, প্রাপ্তি-অপ্রাপ্তির হিসেব না করে কাজ করে গেলে সময়ের পরিক্রমায় মানুষ ঠিকই ভালো কিছু অর্জন করতে পারে। ১৯৭৫ সাল থেকে আমি নাটকের সঙ্গে জড়িত। এখনো আছি নাটকেই। এটা আমার রাষ্ট্রীয় স্বীকৃতি। 

আহমেদ ইকবাল হায়দারের জন্ম পটিয়ার সুচক্রদণ্ডী গ্রামে। বাবা কায়কোবাদ আহমেদ ও মা জেবুন্নেছা বেগম। ৬ ভাই ও এক বোনের মধ্যে তিনি ৪র্থ। চট্টগ্রামের ‘তির্যক’ নাট্যদলের দলপ্রধান তিনি। বর্তমানে থিয়েটার ইনস্টিটিউট, চট্টগ্রামের আর্টিস্টিক ডিরেক্টর হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন।

আরো সংবাদ