স্বাধীনদেশ টেলিভিশন

রক্তলাল জলাবদ্ধতার কবলে ইন্দোনেশিয়ার যে গ্রাম

রক্তলাল জলাবদ্ধতার কবলে পড়েছে ইন্দোনেশিয়ার একটি গ্রাম। বন্যার পানি স্থানীয় একটি বাটিক ফ্যাক্টরিতে ঢুকে পড়লে এই পরিস্থিতি সৃষ্টি হয়।

শনিবার দেশটির মধ্য জাভার জেংগটের রাস্তায় ছড়িয়ে পরে ক্রিমসন রঙ।

বিবিসি’র এক খবরে বলা হয়, হাজার হাজার সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী গ্রামে রঙিন পানি ছড়িয়ে পড়ার ছবি শেয়ার করেছে। স্থানীয় একজন ত্রাণ কর্মকর্তা নিশ্চিত করেছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরা ছবিগুলো আসল।

ডিমাস আর্ঘ্য যুধা নামে এক ব্যক্তি রয়টার্সকে বলেন, “লাল বন্যা বাটিকের রঙের কারণে হয়েছে, কিছুক্ষণ পরে বৃষ্টির পানির সাথে মিশে গেলে তা অদৃশ্য হয়ে যাবে।”

এর আগে পেলালংগানের নদীগুলোর রঙে পরিবর্তন এসেছিল বাটিকের নকশা তৈরিতে ব্যবহৃত রঙের কারণে। গত মাসে উজ্জ্বল সবুজ পানিতে প্লাবিত হয়েছিল আরেকটি গ্রামে।

ক্রমাগত বন্যার কবলে পড়ছে ইন্দোনেশিয়া, এই বছরের শুরুতে রাজধানী জাকার্তায় আঘাত হানা এক ঝড়ে কমপক্ষে ৪৩ জন নিহত হয়।

অতিবৃষ্টি প্রতিরোধে ক্লাউড সিডিং শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ। যার মাধ্যমে বিমান থেকে মেঘের ভেতর রাসায়নিক পদার্থ ঢুকিয়ে দেওয়া হবে অতিবৃষ্টি প্রতিরোধের প্রচেষ্টায়।

আরো সংবাদ