স্বাধীনদেশ টেলিভিশন

পটিয়ায় দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নিহত ১, আটক ২

দক্ষিণ চট্টগ্রামের পটিয়া পৌরসভা নির্বাচনে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে।

এতে আবদুল মাবুদ (৪৫) নামের একজন নিহত হয়েছেন। তিনি কমিশনার প্রার্থী মান্নানের ভাই।  আহতদের পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। এসময় আরও দুজনকে আটক করে পটিয়া থানায় নেওয়া হয়েছে। তবে তাক্ষণিক তাদের নাম পরিচয় জানা যায়নি। 

এছাড়া গুলিবিদ্ধ হয়ে বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিক তাদের নামপরিচয় জানা যায়নি। নিহত আবদুল মাবুদ ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিল প্রার্থী মান্নানের বড় ভাই বলে জানা গেছে।

রবিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে দক্ষিণ গোবিন্দখীল এলাকার ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন থানার ওসি (তদন্ত) মো. মিনহাজ।

উল্লেখ্য, সকাল থেকে পটিয়া পৌরসভায় ভোট গ্রহণ চলছে।  এতে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন। তারা হলেন- নৌকা প্রতীক নিয়ে আইয়ুব বাবুল, ধানের শীষের প্রতীক নিয়ে নুরুল ইসলাম সওদাগর, লাঙ্গল প্রতীক নিয়ে সামশুল আলম মাস্টার, মোমবাতি প্রতীক নিয়ে আলী হোসাইন।

পটিয়া পৌরসভায় এবারের নির্বাচনে ১৮টি কেন্দ্রে ১১৬টি বুথে ভোটগ্রহণ হচ্ছে। ৯টি ওয়ার্ডে ভোটার সংখ্যা ৩৯ হাজার ৭৮৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২০ হাজার ৯২৫ জন এবং নারী ভোটার ১৮ হাজার ৮৬২ জন।

আরো সংবাদ