স্বাধীনদেশ টেলিভিশন

কর্ণফুলী নদীতে মিলল মর্টারশেল, নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনী

চট্টগ্রামে কর্ণফুলী নদীতে জেলেদের জালে আটকা পড়া উচ্চক্ষমতা সম্পন্ন মর্টারশেলটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনীর একটি দল।

সোমবার (১ মার্চ) দুপুর ২টার দিকে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর এলাকার বালুর মাঠে মর্টারশেলটি আনা হয়। পরে সেটিকে বিস্ফোরণ ঘটায় সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ টিম।

এর আগে গতকাল (রোববার) সিএমপির বোম্ব ডিজপোজাল ইউনিট ও সোয়াট টিম গিয়ে সেটি পরীক্ষা করে। কিন্তু মর্টার শেলটি এত উচ্চক্ষমতার সক্রিয় বিস্ফোরক যে, সেটি তাদের পক্ষে নিষ্ক্রিয় করা সম্ভব ছিল না।

এ বিষয়ে কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ জানান, গত শনিবার বিকালে ছেলেদের জালে মর্টারশেলটি আটকে পড়ে। জেলেরা সেটি স্থানীয় ভাঙ্গারি দোকানে নিয়ে গেলে। দোকান মালিক সেটি বিস্ফারণ জাতীয় কিছু বুঝতে পেরে ৯৯৯ এ ফোন করে। পরে পুলিশ গিয়ে মর্টারশেলটি উদ্ধার করে ইছানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে হেফাজতে রাখে।

সোমবার সেনাবাহিনীর একজন ক্যাপ্টেনের নেতৃত্বে টিম এসে সেটির বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করেছে। সেটি এতই শক্তিশালী যে বিস্ফোরণের পর বিস্ফোরণস্থলে প্রায় সাত ফুট গর্ত হয়ে গেছে।

আরো সংবাদ