স্বাধীনদেশ টেলিভিশন

চমেকে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষ

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের প্রধান ছাত্রাবাসে ছাত্রলীগের দু’পক্ষের তুমুল সংঘর্ষ চলছে। বিক্ষুব্ধ নেতাকর্মীরা ছাত্রাবাসের বেশকিছু কক্ষ ভাঙচুর করছে।

মঙ্গলবার (২ মার্চ) বিকেল ৩টা ১০ মিনিটে এ সংঘর্ষ শুরু হয়। এর আগে কলেজের বিভিন্ন ছত্রাবাসের কক্ষ ভাঙচুর করে ছাত্রলীগের দু’পক্ষের কর্মীরা।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূঁইয়া সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেন।

এখন পর্যন্ত আহত পাঁচজন হলেন- আতাউল্লা বোখারী (৫৯ ব্যাচ), তৌফিকুর রহমান ইয়ন (৫৯ ব্যাচ), আরিফ হাসান (৫৯ ব্যাচ), শাওন দত্ত (৫৭ ব্যাচ), আরাফ ইসলাম। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় তৌফিকুর রহমান ইয়নকে চমেক হাসপাতালে ভ্যান্টিলেশনে রাখা হয়েছে।

জানা গেছে, ছাত্রলীগের একটি পক্ষ সাবেক মেয়র আ জ ম নাসির উদ্দীনের অনুসারী। অপরপক্ষ শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী। চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রধান ছাত্রাবাস দখল নিয়ে তারা ছাত্রাবাসের বিভিন্ন কক্ষে ভাঙচুর শুরু করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।

চকবাজার থানার ওসি (তদন্ত) রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজের ছাত্রাবাসে আধিপত্য নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে পর্যাপ্ত পরিমাণ পুলিশ মোতায়েন করা রয়েছে।

আরো সংবাদ