স্বাধীনদেশ টেলিভিশন

টিকা নিলেন রবি চৌধুরী

কিছুদিন আগে করোনায় আক্রান্ত হয়ে খুব খারাপ পরিস্থিতির মধ্যে পড়েছিলেন নব্বই দশকের তুমুল জনপ্রিয় সংগীতশিল্পী রবি চৌধুরী। এবার মরণব্যাধি এই ভাইরাসরোধী টিকা নিয়েছেন তিনি। ৮ মার্চ সকালে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে গিয়ে টিকাটি গ্রহণ করেন এই গায়ক। 

রবি চৌধুরী বলেন, ‘অবশেষে কুর্মিটোলা হাসপাতালে গিয়ে করোনার ভ্যাকসিন নিয়েছি। ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ এবং কর্ণেল নাজমুল ভাই দারুণ আন্তরিকতা দেখিয়েছেন। ডাক্তার, নার্স, ওয়ার্ড বয়সহ সবার ভালবাসায় আমি মুগ্ধ।’

গাওয়ার পাশাপাশি গানের কথা-সুরও করে থাকেন রবি চৌধুরী। ক্যাসেট, সিডি, রেডিও, টেলিভিশন, সিনেমা, নাটক-প্রভৃতি মাধ্যমে তার জনপ্রিয় গানের সংখ্যা অনেক। অন্যদের জন্যও বানিয়েছেন প্রচুর গান। বর্তমানে তিনি ব্যস্ত সময় কাটাচ্ছেন স্টেজ শো নিয়ে।

উল্লেখ্য, এর আগে করোনার টিকা নিয়েছেন আনোয়ারা, রুনা লায়লা, আলমগীর, কুমার বিশ্বজিৎ, সুবর্ণা মুস্তাফা, আসাদুজ্জামান নূর, মামুনুর রশীদ, তারিক আনাম খান, ববিতা, নিমা রহমান, জেমস, নাইম, শাবনাজ, চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবু, তারিন, মৌসুমী, ওমর সানি, আসিফ, আঁখি আলমগীর, তাহসানসহ শোবিজের অনেক তারকা।

আরো সংবাদ