স্বাধীনদেশ টেলিভিশন

মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগ, চুয়েট শিক্ষার্থী গ্রেপ্তার

ফেসবুকে মহানবীকে (সা.) নিয়ে কটূক্তির অভিযোগে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার ভোররাতে চট্টগ্রাম নগরীর উত্তর নালাপাড়া এলাকায় হাজী ইয়াকুব মঞ্জিল নামের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান সহকারী পুলিশ সুপার (রাউজান-রাঙ্গুনিয়া সার্কেল) মো. আনোয়ার হোসেন।

গ্রেপ্তার সৌরভ চৌধুরী চুয়েটের পুরকৌশল বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী।

গত ১৯ মার্চ ফেসবুকে মহানবী হযরত মুহম্মদ (সা.) কে নিয়ে অশালীন মন্তব্য করার অভিযোগ উঠে সৌরভের বিরুদ্ধে।

সহকারী পুলিশ সুপার (রাউজান-রাঙ্গুনিয়া সার্কেল) মো. আনোয়ার হোসেন বলেন, সৌরভ চৌধুরীর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে রাউজান থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, আমরা বিষয়টি ইতিমধ্যেই জেনেছি, আমি নিজেও চুয়েট আড্ডাবাজ গ্রুপে মুসলিম-অমুসলিম সবার বক্তব্য পড়েছি। তারা তাদের ক্ষুব্ধ মনোভাব প্রকাশ করার পাশাপাশি তার শাস্তির দাবিও জানিয়েছে। এসব বিষয়ে আসলে কোনো ছাড় দেওয়ার সুযোগ নাই।

এর আগে গত ৩০ অক্টোবর মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি করায় রায়হান রোমান নামের এক শিক্ষার্থীকে বহিষ্কার করে চুয়েট প্রশাসন।

আরো সংবাদ