স্বাধীনদেশ টেলিভিশন

বাংলাদেশিকে হত্যা: সৌদি নাগরিকের মৃত্যুদণ্ড

সাগর পাটোয়ারী নামে এক প্রবাসী বাংলাদেশিকে হত্যা করায় সৌদি নাগরিক উমর আল শাম্মেরীর মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। ২৪ মার্চ দেশটির দাম্মাম আদালত তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

সাগর পাটোয়ারী সৌদির দাম্মাম শহরে বসবাস করতেন। দেশের বাড়ি কুমিল্লা জেলার বরুড়া উপজেলার নাগিরপাড় গ্রামে বলে জানা গেছে।

২০০৬ সালের জুন মাসে এক গ্যাস স্টেশনে প্রবাসী সাগর পাটোয়ারীর সঙ্গে সৌদি নাগরিক উমর আল শাম্মেরীর কথা কাটাকাটি হয়। ঘটনার এক পর্যায়ে বাংলাদেশিকে গুলি করেন। ঘটনাস্থলেই ওই প্রবাসী নিহত হন। তারপর থেকে সৌদি নাগরিক দীর্ঘ সময় পলাতক ছিলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রবাসী বলেন, সৌদি নাগরিক উমরের সঙ্গে সাগর পাটয়ারীর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে পিস্তল বের করে বাংলাদেশিকে গুলি করেন। সঙ্গে সঙ্গে তিনি মারা যান। ওই ঘটনার পর দীর্ঘদিন উমর পলাতক ছিলেন।

অবশেষে ২০১৮ সালে সৌদি গোয়েন্দা বিভাগ তাকে গ্রেফতার করে। এরপর মোট ১২টি শুনানি অনুষ্ঠিত হয় দাম্মাম আদালতে। শুনানিতে বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন।

আরো সংবাদ