স্বাধীনদেশ টেলিভিশন

কাতারে রোজা রাখছেন প্রবাসীরা, মসজিদে তারাবি বন্ধ

পবিত্র রমজান মাসের রোজা রাখা শুরু করেছেন মধ্যপ্রাচ্যের দেশ কাতারের মুসলিমরা। তবে সেদেশে মসজিদে তারাবির নামাজ আদায় বন্ধ রয়েছে।

মঙ্গলবার (১৩ এপ্রিল) থেকে কাতারে রমজান মাস শুরু হয়। করোনা পরিস্থিতিতে নিষেধাজ্ঞা থাকায় বাসায় তারাবির নামাজ আদায় করছেন কাতারবাসী। প্রবাসীরাও চলছেন একই নিয়মে।

মহামারি করোনার কারণে গতবারের মতো এবার রমজান পালন নিয়ে বাড়তি কোনো উচ্ছ্বাস নেই প্রবাসীদের মধ্যে। মসজিদে তারাবির নামাজ আদায় করতে না পারার আক্ষেপ থেকেই গেল তাদের।

আসন্ন ঈদের ছুটিতে দেশে ফেরার জন্য টিকিট কেটে রেখেছেন বহু কাতার প্রবাসী বাংলাদেশি। তবে ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা থাকায় তাদের দেশে ফেরা এখন অনেকটাই অনিশ্চিত। এ নিয়ে হতাশায় ভুগছেন তারা।

কাতারে করোনা সংক্রমণ অস্বাভাবিকভাবে বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য দেশটিতে জারি করা হয়েছে কঠোর বিধিনিষেধ, দেশটিতে এখনো প্রতিদিন গড়ে আক্রান্তের হার প্রায় এক হাজার। পাশাপাশি প্রতিদিন বাড়ছে মৃত্যুর সংখ্যাও।

আরো সংবাদ