স্বাধীনদেশ টেলিভিশন

করোনায় মারা গেলেন চট্টগ্রামের শিল্পপতি মাহমুদ আলী রাতুল

প্রতিদিন করোনা কেড়ে নিচ্ছে অনেক মানুষের প্রাণ। রাজনীতিক, চিকিৎসক থেকে শুরু করে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ মারা যাচ্ছেন চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া ভাইরাসটিতে। এবার সেই তালিকায় নাম উঠল চট্টগ্রামের তৈরি পোশাক শিল্প প্রতিষ্ঠান জেএমএস গ্রুপের মালিক মাহমুদ আলী রাতুলের।

বৃহস্পতিবার দিবাগত রাত ১১টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৬০ বছর।

রাতুলের ব্যক্তিগত সহকারী আলী হায়দার জিসান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে মার্চের শেষ সপ্তাহে চট্টগ্রাম অবস্থানকালে অসুস্থ হয়ে পড়েন তিনি। গত ৩০ মার্চ নমুনা পরীক্ষায় তার শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এরপর থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিজ বাসায় তিনি চিকিৎসা নিচ্ছিলেন।

গত ২ এপ্রিল শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর এভারকেয়ার হসপিটালে ভর্তি করা হয়। ওইদিনই তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতরাতে না ফেরার দেশে চলে যান তিনি।

শুক্রবার বাদ জুমা চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ্ মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।

আরো সংবাদ