স্বাধীনদেশ টেলিভিশন

দেশ ভ্রমণের জন্য আবুধাবী দূতাবাসের নির্দেশনা

কোভিড-১৯ মহামারীর প্রকোপ বৃদ্ধির কারণে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশীদের অতি প্রয়োজন ব্যতীত বাংলাদেশে ভ্রমন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। শুধুমাত্র বিশেষ প্রয়োজনে বাংলাদেশে ভ্রমনে আগ্রহীদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, বাংলাদেশে গমণের ক্ষেত্রে নিম্নলিখিত স্বাস্থ্যবিধি অবশ্যই পালন করতে হবেঃ

❖ প্রবাসী বাংলাদেশীসহ অন্য কোন ভ্রমণ প্রত্যাশী যাদের কোভিড ভ্যাক্সিনের দু’টি ডোজ নেয়া আছে এবং কোভিড নেগেটিভ সার্টিফিকেট আছে, তাদের প্রতিষ্ঠানিক কোয়ারান্টাইন দরকার হবে না । তবে তাদেরকে সরাসরি ১৪ দিন “হোম কোয়ারান্টাইনে” থাকতে হবে।

❖ উল্লেখ্য ভ্যাক্সিন গ্রহণের প্রমানক স্বরূপ Al Hosn Apps বা Vaccine নেয়ার সার্টিফিকেট থাকতে হবে।

❖ যাদের কোভিড ভ্যাক্সিনের একটি ডোজ নেয়া আছে অথবা কোন ডোজ নেয়া হয়নি এবং কোভিড নেগেটিভ সার্টিফিকেট আছে, তাদের ০৩ দিনের জন্য বাধ্যতামূলক “প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনে” থাকতে হবে। অতপরঃ কোভিড টেস্ট নেগেটিভ আসলে তারা পরবর্তী ১১ দিন বাধ্যতামূলক ভাবে “হোম কোয়ারান্টইনে” থাকবেন।

❖ উল্লেখ্য, উড্ডয়নের পূর্বেই “প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনের” জন্য ৩ দিনের হোটেল বুকিং (তালিকা সংযুক্ত) অথবা সরকারী তত্ত্ববধানে নির্ধারিত প্রতিষ্ঠানের বুকিং এর প্রয়োজনীয় ডকুমেন্ট সংশ্লিষ্ট এয়ার লাইন্সকে প্রদর্শন করতে হবে।

প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনের জন্য নির্ধারিত  হোটেল সমূহের তালিকা:

১। হোটেল ইন্টারকন্টিনেন্টাল, ঢাকা।

২। বেঙ্গল ক্যানারি পার্ক লিমিটেড, প্লট-৮, রোড-১৬/এ, গুলশান-১, ঢাকা।

৩। সিক্স সিজন্স হোটেল, হাউজ-১৯, রোড-৯৬, গুলশান-২, ঢাকা-১২১২।

৪। ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট, এয়ারপোর্ট রোড, নিকুঞ্জ-২, ঢাকা-১২২৯।

৫। রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন, এয়ারপোর্ট রোড, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা।

৬। হোটেল প্ল্যাটিনাম, ২৪, গারীব-ই-নেওয়াজ, এভেনিউ, সেক্টর-১১, উত্তরা, ঢাকা-১২৩০।

৭। হোটেল গার্ডেন রেসিডেন্স, হাউজ-৩০, রোড-২০, সেক্টর-৩, উত্তরা, ঢাকা-১২৩০।

৮। হোটেল বেঙ্গল ইন, হাউজ-৭, রোড-১৬, গুলশান-১, ঢাকা-১২১২।

৯। স্কাইলিংক লিমিটেড, হাউজ-৭, রোড-১৪, সেক্ট র-১৩, উত্তরা মডেল টাউন, ঢাকা।

১০। হোটেল স্প্রিং হিল অ্যাপার্টমেন্ট, রোড-২৪, হাউজ-৩১, গুলশান-১, ঢাকা-১২১২।

১১। রয়্যাল পার্ক রেসিডেন্স হোটেল, হাউজ-৮৫, রোড-২৫/এ ব্লক-এ, বনানী, ঢাকা।

১২। প্ল্যাটিনাম রেসিডেন্স, বাসা-৪২, রোড-২০/সি, সেক্টর-৪, শাহজালাল এভিনিউ, উত্তরা, ঢাকা।

১৩। হোটেল দি রহমানিয়া ইন্টারন্যাশনাল, ২৮/১/সি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা।

১৪। গ্যালেসিয়া হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড, হাউজ-৩৯, রোড-২১, ব্লক-বি, বনানী-ঢাকা।

১৫। ওয়েস্ট পার্ক ইন রেসিডেন্স, হাউজ-৯০, রোড-৩১/এ, ব্লক-সি, বনানী, ঢাকা-১২১৩।

১৬। ন্যাসেন্ট গার্ডেনিয়া, রোড-৮৩, প্লট-২৮, গুলশান-২, ঢাকা-১২১২।

১৭। এনকোরেজ দি রেসিডেন্স, হাউজ-১৪, রোড-১৮, সেক্টর-৪, উত্তরা মডেল টাউন, ঢাকা।

১৮। ব্লু কাস্টেল হোটেল, হাউজ-৯, রোড-১১, সেক্টর-১, উত্তরা, ঢাকা-১২৩০।

১৯। রাফ্রেসিয়া সার্ভিসড অ্যাপার্টমেন্ট, হাউজ-২, রোড-২২/২৩, গুলশান আর/এ, ঢাকা-১২১২।

২০। লেকসোর হোটেল, গুলশান, রোড-৪১, হাউজ-৪৬, গুলশান-২, ঢাকা-১২১২।

২১। দি ওয়ে ঢাকা, ১০/বি/১, রোড-৫৪/বি, গুলশান-২, ঢাকা-১২১২।

২২। ডরিন হোটেল অ্যান্ড রিসোর্ট সাবেক ফোর পয়েন্ট বাই শেরাটন, গুলশান-২, ঢাকা-১২১২।

২৩। ন্যাসেন্ট গার্ডেনিয়া রেসিডেন্স, রোড-১, বাড়ি-১৭, ব্লক-বি, নিকেতন, গুলশান, ঢাকা।

২৪। হলিডে এক্সপ্রেস, হাজীক্যাম্পের বিপরীতে, ঢাকা-১২৩০।

২৫। রেনেসা ঢাকা গুলশান হোটেল, সিইএস (এফ) গুলশান-১, ঢাকা।

২৬। গ্রিন হাউজ, হাউজ-১০, রোড-৩, সেক্টর-১, উত্তরা, ঢাকা।

২৭। প্রিয় নিবাস স্টাইলিস রেসিডেন্টাইল হোটেল, ১৫২/২/কে, পান্থপথ, কলাবাগান, ঢাকা।

২৮। হোটেল অ্যারিস্টোক্রেট ইন লি. হাউজ-১২, রোড-৬৮/এ, গুলশান-২, ঢাকা-১২১২।

আরো সংবাদ