স্বাধীনদেশ টেলিভিশন

টিকা পাসপোর্টের বিকল্প নেই : দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ

করোনাভাইরাস মহামারীর কারণে বৈশ্বিক বিমান চলাচল মুখ থুবড়ে পড়েছে। এতে লোকসান গুণতে হচ্ছে বিমান সংস্থাগুলোকে। বিশ্বের অন্যতম ব্যস্ততম বিমানবন্দর দুবাই বিমাবন্দরের প্রধান নির্বাহী পল গ্রিফিথ বলেছেন, কভিড পাসপোর্টের বিকল্প নেই। বিমান চলাচল স্বাভাবিক করার এটাই একমাত্র উপায়।

করোনা টিকা কর্মসূচিতে এখনো পিছিয়ে রয়েছে গরীব দেশগুলোকে। কিছু দেশ এখনো টিকা প্রদান শুরুই করতে পারেনি। ডিজিটাল সিস্টেমের সমালোচকরা বলছেন, কভিড পাসপোর্ট চালু হলে যারা এখনো টিকা নিতে পারেননি তারা বৈষম্যের স্বীকার হবেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বিশ্ব ভ্রমণ ও পর্যটন কাউন্সিলও মনে করে, এতে সমাজে বিভক্তি তৈরি হবে।

পল গ্রিফিথ বলছেন, এখানে টিকা পাসপোর্ট কিংবা বৈষম্যের বিষয় নয়। সারা বিশ্বে টিকার কর্মসূচিতে সমতা নিশ্চিত করতে হবে।

সূত্র : বিবিসি

আরো সংবাদ