স্বাধীনদেশ টেলিভিশন

রাঙ্গুনিয়ায় শুঁড়ে তুলে বৃদ্ধকে আছড়ে মারল হাতি

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় হাতির আক্রমণে কাজী মো. আবুল হাশেম (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

রোববার (১৬ মে) সকালে উপজেলার পদুয়া ইউনিয়নের ত্রিপুরা সুন্দরী এলাকায় অদূরে থাকা পাহাড়ের পাদদেশে এ ঘটনা ঘটে।

পদুয়া ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাওলানা নুরুল আজিম বলেন, সকালে প্রতিদিনকার মতো নিজের কৃষিক্ষেতে যাওয়ার সময় পাহাড়ের পাদদেশে গেলে হাতিটি শুঁড় দিয়ে আছাড় মারে আবুল হাশেমকে। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, কৃষক আবুল হাশেম অত্যন্ত ধর্মানুরাগী মানুষ ছিলেন। এমন একজন মানুষের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকাজুড়ে।

স্থানীয় বাসিন্দা নাসিম চৌধুরী জানান, শুধু মো. আবুল হাশেম নয়, গত ৩-৪ বছরের ব্যবধানে পাঁচ-ছয়জন মানুষ হাতির আক্রমণে প্রাণ হারিয়েছে। এখানকার মানুষের জীবিকা নির্বাহের প্রধান হাতিয়ার চাষাবাদ। ঘুরেফিরে বছরে বেশ কয়েকবার হাতি এসে কৃষকের কাঁচাপাকা ধান খেয়ে ফেলে। এতে কৃষকরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এ বিষয়ে উপজেলা প্রশাসন এবং বনবিভাগকে স্থায়ী সমাধানকল্পে দ্রুত ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তিনি।

মো. সোহেল নামের আরেকজন বলেন, এ ধরণের ঘটনা বারবার ঘটায় চরম উদ্বেগ-উৎকন্ঠায় দিন কাটাচ্ছে এখানকার কৃষকরা। করোনাভাইরাসের ক্রমবর্ধমান সংক্রমণের মাঝে এমন দুর্ঘটনা হতবাক করেছে। কৃষকের জানমালের ক্ষতি বন্ধ হওয়া উচিত।

রাঙ্গুনিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মিল্কী বলেন, আমরা এখনও খবর পাইনি। খোঁজ নিচ্ছি। তবে এটি খুবই দূর্গম এলাকা, যেতে সময় লাগবে।

আরো সংবাদ