স্বাধীনদেশ টেলিভিশন

শ্রীলঙ্কা দলে করোনার হানা, আক্রান্ত ৩

সফরকারী শ্রীলঙ্কান দলের তিন সদস্যের শরীরে করোনার জীবাণু পাওয়া গেছে। আর এ খবরটা এসেছে ম্যাচ শুরু হওয়ার ৪ ঘণ্টা আগে। ওয়ানডে সুপার লিগে নিজেদের তৃতীয় সিরিজের ঠিক আগে ঘটল এই ঘটনা। এমন পরিস্থিতি বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের প্রথম ওয়ানডে আয়োজনকেও মুড়িয়ে দিয়েছে ধোঁয়াশার চাদরে।

ঘটনার সূত্রপাত রবিবার সকালে। করোনায় আক্রান্ত হওয়ার খবর আসে লঙ্কান ৩ ক্রিকেটারের।

শ্রীলঙ্কান দলের নির্ভরযোগ্য সূত্র ধরে দেশটির দুই সাংবাদিক জানান, করোনায় আক্রান্ত হয়েছেন ইসুরু উদানা, শিরান ফার্নান্ডো ও কোচ চামিন্দা ভাস। যদিও বিসিবি জানায়, করোনা পরীক্ষার ফলাফলই এখনো হাতে আসেনি তাদের।

তবে এ ঘটনায় দুপুর একটায় শুরু হতে যাওয়া সিরিজের প্রথম ওয়ানডে যে শঙ্কার মুখে পড়ে গেছে তা বলাই বাহুল্য।

এদিকে বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমামের করোনা পজিটিভ হওয়ার গুঞ্জনও আছে। সিরিজ শুরুর ঠিক আগে এমন সব ঘটনায় প্রথম ওয়ানডে স্থগিত হয়ে যাওয়াটা এখন সময়ের ব্যাপার মাত্র।

আরো সংবাদ