স্বাধীনদেশ টেলিভিশন

বাংলাদেশিদের আমিরাতে প্রবেশে নিষেধাজ্ঞা আরো বেড়েছে

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিসহ চার দেশের নাগরিকদের ওপর দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা বাড়ানো হয়েছে।  তবে কূটনীতিক, সংযুক্ত আরব আমিরাতের নাগরিক অথবা গোল্ডেন ভিসাধারীদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না। বাংলাদেশে ছাড়া অন্য দেশগুলো হলো- পাকিস্তান, শ্রীলংকা ও নেপাল।

আরব আমিরাতের বিমান সংস্থা আল ইতিহাদের ওয়েবসাইটে জানানো হয়েছে, বাংলাদেশসহ ৪ দেশের যাত্রীদের আমিরাতে প্রবেশের টিকিট বুকিং দেওয়া ৭ জুলাই পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।

তবে বিমান সংস্থাটি বলেছে, এই সময়সীমা আরও বাড়ানো হতে পারে।

ইতিহাদ বলেছে, যদি আপনি কূটনীতিক বা আমিরাতের নাগরিক বা গোল্ডেন ভিসাধারী হয়ে থাকেন, তাহলেও ফ্লাইট উড্ডয়নের সর্বোচচ ৪৮ ঘণ্টা আগের পিসিআর টেস্ট রিপোর্ট দেখাতে হবে।

অন্যদিকে সোমবার স্থানীয় সময় ৫টা নাগাদ দুবাই ভিত্তিক বিমান সংস্থা এমিরেটস তাদের নিষেধাজ্ঞা সম্পর্কিত সময় বর্ধিত করে কোনো নোটিশ দেয়নি।

এর ওয়েবসাইটে তখনও বলা হচ্ছিল, বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলংকা থেকে তাদের যাত্রী আনা পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে।

সূত্র: খালিজ টাইমস।

আরো সংবাদ