স্বাধীনদেশ টেলিভিশন

হাটহাজারীতে মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে জখম, অভিযুক্ত শিক্ষক আটক

হাটহাজারী পৌরসভার ফটিকা কামালপাড়া বায়তুল কোরআন নামক মাদ্রাসার হেফজ বিভাগের এক শিক্ষার্থীকে বেধড়ক পিটিয়ে জখম করার অভিযোগে মাদ্রাসার পরিচালক হাফেজ কামাল উদ্দিনকে (৫৩) আটক করেছে পুলিশ।

মাদ্রাসা শিক্ষকের বেধড়ক পিটুনির শিকার ওই মাদ্রাসা শিক্ষার্থীর নাম মো. ওসমান (১২)। সে ওই মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী।

সূত্র জানায়, সোমবার (১৪ জুন) সকালে মাদ্রাসায় ওসমানের সঙ্গে তার এক সহপাঠির ধাক্কাধাক্কির বিষয়টি মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা কামাল উদ্দিন জানতে পারলে তিনি ওসমানের ওপর চড়াও হয়ে তাকে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত করেন। পরবর্তীতে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিন ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে হাটহাজারী মডেল থানার ওসি (তদন্ত) রাজিব শর্মা জানান, মাদ্রাসা শিক্ষার্থীকে পিটিয়ে জখম করার অভিযোগে ঐ শিক্ষার্থীর বাবা আবুল কাশেম বাদী হয়ে মাদ্রাসা পরিচালক হাফেজ কামাল উদ্দিনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছে।

আরো সংবাদ