স্বাধীনদেশ টেলিভিশন

চট্টগ্রামে সর্বোচ্চ মৃত্যু ও শনাক্তের রেকর্ড

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ১ হাজার ৩৬৪ জনের নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত হয়েছেন ৩৯৯ জন; নতুন শনাক্তদের মধ্যে ২৮৪ জন নগরের ও ১১৫ জন উপজেলার বাসিন্দা। শনাক্তের হার ২৯ দশমিক ২৫ শতাংশ; যা এখন পর্যন্ত শনাক্তের হারে সর্বোচ্চ।

বুধবার (৩০ জুন) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামে এখন পর্যন্ত ৫৮ হাজার ৭২৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

এর মধ্যে ৪৫ হাজার ৮৬৭ জন নগরের ও ১২ হাজার ৮৫৭ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।

এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় রেকর্ড ১০ জনের মৃত্যু ঘটেছে। এর মধ্যে নগরে ৪ জন ও উপজেলা পর্যায়ে ৬ জন করোনায় মারা গেছেন।

এখন পর্যন্ত করোনায় চট্টগ্রামে মারা গেছেন মোট ৭০১ জন; এর মধ্যে ৪৭৪ জন নগরের ও ২২৭ জন উপজেলার বাসিন্দা।

প্রসঙ্গত, চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম এক ব্যক্তি মারা যান।

আরো সংবাদ