স্বাধীনদেশ টেলিভিশন

প্রবাসীদের মানবন্ধন চট্রগ্রাম প্রেসক্লাব চত্বরে

হটাৎ করে করোনা প্রভাব বিস্তারের কারণে সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশের সাথে দেশটির স্বাভাবিক ফ্লাইট বন্ধ করে দেন। এতে করে আমিরাতের ভিসাধারী’র অনেকে প্রবাসী দেশেটির বাহিরে আটকে পড়েন।বর্তমানে আমিরাত প্রবাসীরা ফিরে আসার ব্যাপারটি রীতিমতো অনিশ্চয়তার মাঝে পড়ে থাকায় ।
গত শনিবার ১৪ ই আগস্ট চট্রগ্রাম প্রেসক্লাব চত্বরে আটকে পড়া আমিরাত প্রবাসীরা এক মানবন্ধন কর্মসূচী পালন করে। এতে প্রবাসী ক্ষতিগ্রস্তরা তাদের কয়েকটি বিষয় নিয়ে মানববন্ধন করেন। প্রবাসীদের উল্লেখ্যিত বিষয় সমূহ যেমন :   স্বাভিক ফ্লাইট পুনরায় চালু,প্রবাসীদের ভ্যাকসিন সম্পন্ন এবং বাংলাদেশ এয়ার পোর্টে দ্রুততম ভাবে পিসিআর পরীক্ষা(Rapid PCR Test) বাস্তবায়নে সরকারের উচ্চ পর্যায়ের দৃষ্টি আকর্ষণ করেন। এই সময় তারা   আশা করেন খুব শীঘ্রই কূটনিতীক তৎপরতার মাধ্যমে বাংলাদের সাথে আমিরাতের ফ্লাইট সমস্যার সমাধানে কাজ করবেন বাংলাদেশ সরকার। এদিকে গত সপ্তাহ থেকে বাংলাদেশ আমিরাতের ট্রানজিট যাত্রীরা আমিরাত হয়ে অন্যত্র রাস্তা খুলে দিয়েছে।এখন আটকে পড়া আমিরাত প্রবাসীরা মনেকরেন আমিরাতের ভিসাধারীরা দেশটিতে প্রবেশ করতে পারে সেজন্যে দেশটিতে বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলেটের সহযোগিতা কামনা করেন। 

আরো সংবাদ