স্বাধীনদেশ টেলিভিশন

কমছে করোনা শনাক্তের হার ও মৃত্যু

দেশে করোনায় শনাক্তের হার ৩ শতাংশের নিচে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে ১৮ জনের মৃত্যু হয়েছে। এই একই সময় সারাদেশে নতুন করে শনাক্ত হয়েছেন ৬১৭ জন। করোনার হটস্পট বলে পরিচিত খুলনা জেলায় গত ৫ দিনে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। সর্বশেষ গত ২৯ সেপ্টেম্বর খুলনায় একজনের মৃত্যু হয়েছিল।খুলনার সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানান, খুলনায় করোনা আক্রান্তের সংখ্যাও কমেছে। গত ২৪ ঘন্টায় ২৭৯ টি নমুনা পরীক্ষায় ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১ দশমিক ৪৩। এ পর্যন্ত খুলনা জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ৮৭৯ জন। মারা গেছেন ৭৬৬ জন। করোনা হাসপাতালগুলোও প্রায় রোগী শুন্য। সার্বিকভাবে খুলনার করোনা পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রনে রয়েছে।

আরো সংবাদ