স্বাধীনদেশ টেলিভিশন

ডিসেম্বরেই আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে মালয়েশিয়ায়

ডিসেম্বরে আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে যাচ্ছে মালয়েশিয়া। করোনা মহামারীর কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে দেশটি আন্তর্জাতিক ফ্লাইট চালুর কথা বলছে। মালয়েশিয়ায় করোনা মহামারী পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসায় সরকার সব ধরনের নিষেধাজ্ঞা শিথিল করছে। এতদিন বিশ্বের অন্যান্য দেশের সাথে স্বাভাবিক বিমান চলাচল বন্ধ থাকলেও জরুরি প্রয়োজনে স্পেশাল ও চাটার্ড ফ্লাইট পরিচালনা করছিল কুয়ালালামপুর রোববার দেশটির গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব এ ঘোষণা দেন। এর আগে শুক্রবার সংসদ ভবন কম্পাউন্ডে দেশটির জাতীয় সংবাদপত্রের সিনিয়র সম্পাদকদের সাথে বিশেষ বৈঠককালেও এ ধরনের আশ্বাস দেন তিনি।এখন পর্যন্ত দেশটিতে প্রাপ্তবয়স্ক জনসংখ্যার মধ্যে প্রথম ডোজ করোনা ভ্যাকসিন নিয়েছেন ৯৪.৩ শতাংশ ও দ্বিতীয় ডোজ সম্পন্ন করেছেন ৮৭.২ শতাংশ মানুষ। বাকি ২.৮ শতাংশ নাগরিকের মাঝে দ্বিতীয় ডোজের টিকা দেয়া সম্পন্ন হলেই বহু প্রতীক্ষিত আন্তঃরাজ্য ভ্রমণ ও আন্তর্জাতিক বহির্গমনের অনুমতি পাবেন দেশটিতে বসবাসরত সব নাগরিক।অবশ্য প্রধানমন্ত্রী ইয়াকুব বিষয়টি নিয়ে স্পষ্ট করে কিছু বলেননি। তার বক্তব্য ছিল, আশা করা হচ্ছে, কুয়ালালামপুর বিমানবন্দরে আন্তর্জাতিক বিমানগুলো ডিসেম্বর নাগাদ স্বাভাবিকভাবে উড্ডয়ন ও অবতরণ করতে পারবে।এ দিকে শনিবার দেশটিতে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৯১৫ জন এবং মৃত্যু হয়েছে ১২১ জনের। সব মিলিয়ে আক্রান্ত ২২ লাখ ৬৮ হাজার ৪৯৯ জন। এখন পর্যন্ত দেশটিতে করোনায় মারা গেছেন ২৬ হাজার ৪৫৬ জন।

আরো সংবাদ