স্বাধীনদেশ টেলিভিশন

দুবাই’তে ‘গীতি-কাব্যে অরুণিমা’ অনুষ্ঠিত

বিশুদ্ধ বাংলা সংস্কৃতিতে মূখরিত হয়ে উঠলো ইয়ুথ বাংলা কালচারাল ফোরাম সংযুক্ত আরব আমিরাত এর আয়োজন।(৮ নভেম্বর) শুক্রবার দুবাই শেরাটন ক্রিক হোটেলের হল রুমে ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশন ইউএই’র ব্যানারে ‘গীতি-কাব্যে অরুণিমা’অনুষ্টিত হয়। সেইদিন বাংলা সাহিত্য ও সংস্কৃতি চর্চায় মধ্যদিয়ে জড়ো হয়েছিল প্রবাসে বিশুদ্ধ সাংস্কৃতি চর্চার ধারক বাহকরা।জেবিন আহমেদ ও শারমিন আহসান চমৎকার উপস্থাপনায় নাচ,গান,আবৃতি’তে অংশগ্রহণ করেন রবীন্দ্র সংগীত শিল্পী ইয়াছমিন মেরুনা,সামিদা চৌধুরী পপি, সোনিয়া সামিয়া,স্নিগ্ধ সরকার তিথি,বঙ্গ শিমুল,সদরুদ্দিন জামাল উচ্ছাস, নৃত্য শিল্পী ফারাহ শামস,আবৃতিতে অংশনেনই স্বরচিত কবিতা আবৃতি করেন কবি বি এম জামাল হোসেন,আবৃতি করেন,শেখ ফরিদ আহাম্মেদ সিআইপি,ড. তারেক আহমেদে ও আলমা আকবর,অনুষ্ঠানে বাংলা সাহিত্যকে সুন্দর ভাবে ফুটিয়ে তুলেন ইয়াসমিন মেরুনা ও আহমেদ ইখতিয়ার পাভেলের।
অনুষ্ঠানের একটি পর্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কনসাল জেনারেল বিএম জামাল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাউজান উপজেলার সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর জ্যেষ্ঠ পুত্র ফারাজ করিম চৌধুরী। ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশন ইউএই’র উপদেষ্টা শেখ ফরিদ আহমেদ সিআইপির সার্বিক তত্বাবধানে আলোচনা ও সম্মাননা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রবীন্দ্র সঙ্গীত শিল্পী ইয়াসমিন কালাম মেরুনা।এই আয়োজনে বিশেষ করে প্রবাসে বাংলা সংস্কৃতিকে ধারণ ও লালন করে এমন ব্যক্তি বর্গদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

আরো সংবাদ