স্বাধীনদেশ টেলিভিশন

চট্টগ্রামে করোনা শনাক্তের হার ৫ শতাংশের নিচে

চট্টগ্রামে মৃত্যুহীন দিনে নমুনা পরীক্ষায় ১০৭ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ছিল ৪ দশমিক ৯৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৩৩ জনের নমুনা পরীক্ষায় ৩ জন, বি. আই. টি. আই. ডি. ল্যাবে ২০৬ জনের নমুনা পরীক্ষায় ১৬ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাবে ৬৮ জনের নমুনা পরীক্ষায় ২ জন এবং জেনারেল হাসপাতাল আর টি আর এল ল্যাবে ১৮ জনের নমুনা পরীক্ষায় ২ জনের দেহে করোনা ভাইরাসের জীবাণু পাওয়া গেছে। এছাড়া, ৯০ জনের এন্টিজেন পরীক্ষায় ৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

প্রাইভেট হাসপাতালের মধ্যে ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৩৫৩ জনের নমুনা পরীক্ষায় ১৭ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ৪৫৫ জনের নমুনা পরীক্ষায় ১৯ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২৫১ জনের নমুনা পরীক্ষায় ১২ জন, মেডিক্যাল সেন্টার হাসপাতাল ল্যাবে ২২৯ জনের নমুনা পরীক্ষায় ৫ জন, এপিক হেলথ কেয়ার ল্যাবে ১০৬ জনের নমুনা পরীক্ষায় ১২ জন, মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ৬৪ জনের  নমুনা পরীক্ষায় ৬ জন এবং এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে ২৮৩ জনের  নমুনা পরীক্ষায় ৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

আরো সংবাদ