স্বাধীনদেশ টেলিভিশন

বসন্ত উৎসবে রাঙিয়ে দিলো লেডিস ক্লাব ইউএই

গত ১৩ ফেব্রুয়ারি (রবিবার)দুবাই মুশরিফ পার্কে বসন্ত উৎসবে মেতে উঠেছিল  শত শত বাঙালী রমণী,

বাংলাদেশ লেডিস ক্লাব ইউএই আয়োজিত নানা রঙে,নানা আয়োজন ও নানা সাজে সজ্জিত হয়ে বাঙালী রমণীরা উৎযাপন করলো বাঙালিদের প্রাণের উৎসব বসন্ত। ঋতুরাজ বসন্তের আগমনী বার্তা পেতেই আমিরাতের সর্ববৃহৎ নারী সংগঠন বাংলাদেশ লেডিস ক্লাব সংযুক্ত আরব আমিরাতের উদ্যাগে আয়োজিত দুবাই মুশরিফা পার্কে সেজেছিল বাঙা লি রমণীরা।অপরূপরূপে সেজেছিল রমণীরা,বাসন্তী রঙের শাড়ি,খোঁপায় ফুল,হাত ভরা চুড়ি,বর্ণিল ভাবে।আয়োজনকে সুন্দর করতে আয়োজকদের চেষ্টার কমতি ছিলোনা। আল্পনা করা ব্যানারটা তাদের আয়োজনকে অনেকটা পরিপূর্ণতা এনেদেয় যা প্রদর্শনে দৃষ্টি কেড়ে ছিল ভিনদেশিদেরও। দূর থেকে এতই সুন্দর লাগছিলো একটি বার দেখতে ছুটে এসেছিলো বিদেশিরা। তারা জানতে চায় বসন্তের উচ্ছাসের কথা। নানা রকম আয়োজনে সেদিন সাজানো হয়েছিল বসন্ত উৎসব।এতে ছিল মেহেদিতে হাত রাঙানো,মহিলাদের দ্রুত হাঁটা প্রতিযো গিতা,বেলুন ফোলানো প্রতিযোগিতা,অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ হয়েছিল পুরুষদের বারিশ খেলা।মূলত দেশীয় সংস্কৃতি ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বসন্ত উৎসকে সাজানো হয়েছিল।
অনুষ্ঠানে বিশিষ্ট জনদের মাঝে উপস্থিতি ছিলেন বিশিষ্ট কমিউনিটি নেতা বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সহ-সভাপতি মোহাম্মদ রাজা মল্লিক,মাহাবুব পারফিউম এর চেয়ারম্যান মো. মাহাবুব আলম মানিক সিআইপি,নারী উদ্যোক্তা জেসমিন আকতার সিআইপি,দুবাই আবির বাংলাদেশ বিজনেস এসোসিয়েশ নের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াকুব সৈনিক,ব্যবসায়ী জাকির হোসেন, মোহাম্মদ আদিল,আমিরাতের সিনিয়র মিডিয়া ব্যক্তিত্ব ও স্বাধীনদেশটিভি নির্বাহী কর্মকর্তা মাহাবুব হাসান হৃদয়,প্রবাসী সাংবাদিক সমিতির সভাপতি সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার, প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন, প্রাণ গ্রূপের মার্কেটিং কো-অডিনেটর রুমা হাসানসহ আরো অনেকে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহিলা নেত্রী সংগঠনটির এডমিন লিজা হোসেন,এডমিন লাবণ্য আদিল,মডারেটর সালমা আক্তার মেরি,মডারেটর সালিয়া আবছার,মডারেটর পারভীন জলি,মডারেটর নিশাত জাহান চৌধুরী নিশু,গ্রুপ এক্সপার্ট আছিয়া চৌধুরী, গ্রুপ এক্সপার্ট মাকসুদা খানম,শাহানা পারভীন,নাজমা সুলতানা, আপিয়া চৌধুরী,শারমিন রাখি,নওরিন রিম,মায়মুনা মিশু,আয়েশা হ্যাপি, তাকিয়া জামানম অনেকে। শেষে  টোকিও সেট গ্রুপ অব কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট নারী উদ্যেক্তা মোসাম্মৎ জেসমিন আকতার সিআইপি অনুষ্ঠানে প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এডমিন লিজা হোসেন তার বক্তব্যে বলেন বাংলাদেশ লেডিস ক্লাব ইউএই
নারীদের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা আমরা একই প্লাটফ্রমে এনে তাদেরকে পরিবারে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির জন্য আমরা কাজ করে যাচ্ছি।পাশাপাশি প্রবাসে বেড়ে উঠা নতুন প্রজন্মকে দেশের সংস্কৃতি’র সাথে সম্পৃক্তের প্রচেষ্টা চালাচ্ছি।সকলের সার্বিক সহযোগিতা পেলে আমরা আমিরাতের নিয়ে অনেক দূর এগিয়ে যেতে চাই।  

আরো সংবাদ