স্বাধীনদেশ টেলিভিশন

৩ হাজার ভাসমান মানুষকে টিকা দিচ্ছে চট্টগ্রাম জেলা প্রশাসন

চট্টগ্রামে ভাসমান ও ছিন্নমূল ৩ হাজার জনগোষ্ঠীকে টিকা দিয়ে গণটিকা কার্যক্রম শুরু করছে জেলা প্রশাসন।  

আজ সকাল ১১ টায় পুরাতন স্টেশন এলাকায় এ কার্যক্রম উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। তিনি বলেন, নগরের পাঁচটি স্থানে ছিন্নমূল ও ভাসমান মানুষদের জনসন অ্যান্ড জনসনের এক ডোজ টিকা দেওয়া হচ্ছে। তাদের দ্বিতীয় ডোজের আর প্রয়োজন নেই। নগরে যারা এমন ভাসমান জনগোষ্ঠী আছে, তাদের খুঁজে বের করে এ টিকার আওতায় আনতে কাজ করছে জেলা প্রশাসনের বিভিন্ন টিম।

চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবির সাংবাদিকদের বলেন, আমরা এক লাখ ভ্রাম্যমাণ ও ছিন্নমূল মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি।  এই টিকা দিতে কোনও কাগজপত্রের দরকার নেই। শুধু তারা এলেই আমরা ঠিকা দিতে পারবো।

এসময় উপস্থিত ছিলেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক দফতরের উপ পরিচালক ডা. সাখাওয়াত উল্লাহ, জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ ফজলে রাব্বী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাহমুদ উল্লাহ মারুফ, সিভিল সার্জন মো. ইলিয়াছ চৌধুরী।

আরো সংবাদ