স্বাধীনদেশ টেলিভিশন

বাংলাদেশি রাষ্ট্রদূতের সাথে মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিমের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ। ২৫মে বুধবার ভাইস প্রেসিডেন্টের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। সাক্ষাতকালে ভাইস প্রেসিডেন্ট করোনাকালীন সময় বাংলাদেশ প্রদত্ত বিভিন্ন সহযোগিতা ও মালদ্বীপের উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের অবদানের কথা স্মরণ করেন। এছাড়া তিনি উভয় দেশের মধ্য চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার , বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি এবং শিক্ষা, চিকিৎসা, পর্যটন, ইত্যাদি ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন।

হাইকমিশনার মালদ্বীপে আন ডকুমেন্টেড বাংলাদেশি কর্মীদের দ্রুত বৈধ করণ এবং শ্রমবাজার উন্মুক্ত করণের জন্য অনুরোধ জানান। তিনি উভয় দেশের মধ্যকার সহযোগিতা বৃদ্ধির জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।এসময় এম্বাসেডর এট লার্জ আব্দুল গফুর মোহাম্মদ এবং মিশনের প্রথম সচিব মোঃ সোহেল পারভেজ ও তৃতীয় সচিব মিজানুর রহমান ভূঁইয়া উপস্থিত ছিলেন।

আরো সংবাদ