স্বাধীনদেশ টেলিভিশন

আমিরাতের মিরসরাই সমিতির দ্বি-বার্ষিক সম্মেলন

মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাতের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিতি হয়। গত ২৫ জুন, শনিবার সারজা নুর আল হেলাল রেস্টুরেন্ট হলরুমে এ সম্মেলন আয়োজন করা হয়। এতে মিরসরাই সমিতি ইউএই আহবায়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব নুরুল আনোয়ারের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন দুবাই নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন। প্রধান অতিথির বক্তব্যে বলেন, বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের ভূমিকা অপরিসীম। প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মিরসরাই এসোসিয়েশন চট্টগ্রামের সাধারণ সম্পাদক এস এম আবুল হোসেন এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সমিতির আবুধাবীর সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, মিরসরাই এসোসিয়েশন চট্টগ্রামের সাংগঠনিক সম্পাদক এ জেড এম সাইফুল ইসলাম টুটুল সহ আরোও অনেকে। এ সময় টেলিকনফারেন্সে সম্মেলনের উদ্বোধনী বক্তব্য রাখেন মিরসরাই এসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি কালু কুমার দে ও শুভেচ্ছা বক্তব্য রাখেন উপদেষ্টা সালাউদ্দিন হেলাল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহিউদ্দিন টিটু, নূর মোহাম্মদ,আল-আইন মিরসরাই সমিতির সভাপতি নরুল করিম, উপদেষ্টা গিয়াস উদ্দিন, উপদেষ্টা আবু সায়ীদ, মিরসরাই সমিতি ইউএই সাবেক সভাপতি নুরুল আলম, প্রধান উপদেষ্টা জাফর উল্লাহ, গিয়াস উদ্দিন, যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম, যুগ্ন আহবায়ক মাঈন উদ্দিন, যুগ্ন সচিব সিরাজুল ইসলাম, সাহেদুল আনোয়ার (সাহেদ), নাজিম উদ্দিন টিপু, নুর উদ্দিন আসিফ, মোজাম্মেল হোসেন, জাফর আহম্মেদ প্রমুখ। আলোচনা শেষে সাইফুল ইসলামকে সভাপতি নাজমুল হাসান কে সাধারণ সম্পাদক করে ১৭১ সদস্য বিশিষ্ট মিরসরাই সমিতির নতুন কমিটি গঠন করা হয়।

আরো সংবাদ