স্বাধীনদেশ টেলিভিশন

দুবাইয়ে বাংলাদেশি রুচি রেস্টুরেন্টের উদ্বোধন

দুবাইয়ে ইন্টারন্যাশনাল সিটির ইংল্যান্ড ক্লাস্টারে বাংলাদেশি যৌথ মালিকানধীন রুচি রেস্টুরেন্ট উদ্বোধন অনুষ্ঠিতি হয়। গত ৫ জুলাই ২০২২ মঙ্গলবার বাংলাদেশি রুচি রেস্টুরেন্ট এর শুভ উদ্বোধন অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে রেস্টুরেন্ট উদ্বোধন করেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাইয়ের কমর্শিয়াল কাউন্সিলর কামরুল হাসান, কমিউনিটি ব্যক্তিত্ব আইয়ুব আলী বাবুল, রুচি রেস্টুরেন্টের সত্ত্বাধিকারী শামীম হোসাইন, মিরাজ আহমদ, হজ্জাজ রবি ও শিমুল আহমদ। এসময় উপস্থিত ছিলেন নাছির উদ্দীন কাউসার, শফি সহ আরোও অনেকেই। প্রতিষ্ঠানটিতে ২০ জন বাংলাদেশী কর্মরত আছেন। রেস্টুরেন্ট কতৃপক্ষ প্রবাসীদের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।এই রেস্টুরেন্টে দেশীয় খাবারের পাশাপাশি আরবি খাবারের ব্যবস্থা রয়েছে।

সংযুক্ত আরব আমিরাতে করোনা পরবর্তী সময়ে বাংলাদেশি ব্যবসায়ীরা বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান চালু করেছেন। বিশেস করে রেস্টুরেন্ট ব্যবসায় বেশ মনোযোগী। প্রবাসীদের উন্নতির পাশাপাশি রেমিট্যান্স পঠিয়ে দেশের অর্থনীতিকে আরও সমৃদ্ধ করছেন। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত থেকে সবচেয়ে বেশি রেমিট্যান্স দেশে যাচ্ছে। আমিরাতের বাণিজ্য নগরী দুবাইয়ে ইন্টারন্যাশনাল সিটির ইংল্যান্ড ক্লাস্টারে বাংলাদেশি যৌথ মালিকানধীন বাংলাদেশি রেস্টুরেন্ট উদ্বোধনকালে অতিথিরা এসব কথা বলেন।

আরো সংবাদ