স্বাধীনদেশ টেলিভিশন

চাঁদে উড়াল দেবে নাসার রকেট

অ্যাপোলো যুগের ৫০ বছর পর নাসার পরবর্তী-প্রজন্মের আর্তেমিস রকেটটি চাঁদের উদ্দেশে উড়াল দিচ্ছে আজ সোমবার। চাঁদকে কেন্দ্র করে আর্টিমেস প্রজেক্টই হতে যাচ্ছে সবচেয়ে বড় বৈজ্ঞানিক কর্মকাণ্ড।  

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, নাসা গত রোববার আনুষ্ঠানিকভাবে রকেটটি উড্ডয়নের জন্য সব ধরনের ব্যবস্থা শেষ করে। সোমবার স্থানীয় সময় ৮টা ৩৩ মিনিটে উড্ডয়নের কার্যক্রম শুরু হবে।

রকেট উড্ডয়নের বিষয়ট সরাসরি নাসার ইউটিউব চ্যানেল দেখানো হয়।

তবে কোনো কারণে নাসার রকেটটি আজ সোমবার চন্দ্রাভিযানে ব্যর্থ হলে আগামী মাসের ২ সেপ্টেম্বর ও ৫ সেপ্টেম্বর আবারও এ অভিযান চালানো হবে।

আর্তেমিস-১-এর পরীক্ষামূলক অভিযানের পরিচালক জেফ স্পাউলডিং বলেন, ‘আমরা খুবই উত্তেজিত, রকেটটি উড়ার জন্য প্রস্তুত। ’

মূলত, ২০২৫ সালের মধ্যে চাঁদে ফিরতে চায় নাসা। এই লক্ষ্যকে সামনে রেখেই এসএলএসের পরীক্ষামূলক কার্যক্রম জোরদার করতে এটি উৎক্ষেপণ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের এই মহাকাশ গবেষণা সংস্থা। রকেটটি সোমবার চন্দ্রাভিযান শুরু করলে পৃথিবীতে ফিরে আসবে ১০ই অক্টোবর। ক্যালিফোর্নিয়ার স্যানডিয়েগোর কাছে প্রশান্ত মহাসাগরে অবতরণ করবে রকেটটি।

আরো সংবাদ