স্বাধীনদেশ টেলিভিশন

আগামীকাল এশিয়া কাপে আবারোও মুখোমুখি হবে পাকিস্তান -ভারত

এশিয়া কাপ শুরুর আগেই আভাস পাওয়া গিয়েছিল, অন্তত দুইবার, এমনকি তিনবার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে এশিয়ার দুই জায়ান্টের। কেননা ভারত ও পাকিস্তানের মতো শক্তিশালী দুটি দলের সঙ্গী হওয়ায় এশিয়া কাপের গ্রুপ পর্ব থেকে হংকংয়ের বিদায় অনেকটা অনুমিতই ছিল। ব্যবসায়ী, ছাত্র ও ডেলিভারিম্যানের সমন্বয়ে গঠিত দলটি বড় ধরনের কোনো অঘটন ঘটাতে পারেনি। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে হারের পর তারা পাকিস্তানের বিপক্ষে পাত্তাই পায়নি।

রাত পোহালেই রোববার (৪ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে পাক-ভারত মহারণ মাঠে গড়াচ্ছে। হংকংয়ের বিপক্ষে রেকর্ড রাঙানো জয়ের পর হাইভোল্টেজ ম্যাচটি নিয়ে কথা বলেন পাকিস্তানকে সুপার ফোরে তোলার নায়ক মোহাম্মদ রিজওয়ান। হংকংয়ের বিপক্ষে ৭৮ রানে অপরাজিত থাকা রিজওয়ান ভারতের বিপক্ষে বহুল প্রত্যাশিত ম্যাচটি নিয়ে বলেন, ভারতের বিপক্ষে খেলা সবসময়ই চাপের। এশিয়া মহাদেশ ছাড়াও সারা বিশ্বের মানুষ দুই দলের দ্বৈরথ দেখতে মুখিয়ে থাকে।

গেল ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ১০ উইকেটের জয়ে বড় ভূমিকা ছিল রিজওয়ানের। সেই চর্চা এখনো থেমে নেই। যদিও চলতি এশিয়া কাপে প্রথম দেখায় পাকিস্তানের বিপক্ষে সেই হারের প্রতিশোধ নিয়েছে ভারত। রোহিতরা জিতেছে ৫ উইকেটের বড় ব্যবধানে।

পাকিস্তান কি পারবে প্রতিশোধ নিতে? সেটি দেখার জন্য হয়তো অপেক্ষা করতে আরও কিছু সময়। তবে রিজওয়ান বলে রাখলেন, ‘আমি খেলোয়াড়দের বলি, ভারত কিংবা হংকং-এটা কেবল ব্যাট ও বলের খেলা। সুতরাং আমাদের সেভাবেই দেখা উচিত।

নিঃসন্দেহে এটা বড় ম্যাচ, আমাদের আত্মবিশ্বাসও তুঙ্গে। কিন্তু পরিশ্রমটাই কেবল আমাদের হাতে, ফলাফল দেবেন তো আল্লাহ।’

আরো সংবাদ