স্বাধীনদেশ টেলিভিশন

চট্টগ্রাম বন্দর থেকে খালাস না নেওয়া ৩৮২ কন্টেইনার পণ্য ধ্বংস করা হবে

চট্টগ্রাম কাস্টম হাউসের উদ্যোগে আমদানির পর বন্দর থেকে খালাস না নেওয়া ৩৮২ কন্টেইনার পণ্য ধ্বংস করা হবে। এসব কন্টেইনারের সব পণ্য নিলাম অযোগ্য ও মেয়াদোত্তীর্ণ।  ১১ সেপ্টেম্বর  রবিবার থেকে এসব পণ্য ধ্বংসের কাজ শুরু হবে। ১১১ লটে চট্টগ্রাম বন্দরের ১৩৬টি রেফার কন্টেইনার, ৩২টি ড্রাই কন্টেইনার ও বিভিন্ন অফডকের ২১৪টি ড্রাই কনটেইনার ধ্বংসের তালিকায় রয়েছে।  এর মধ্যে রয়েছে পেঁয়াজ, আদা, আপেল, ড্রাগন ফল, কমলা, আঙুর, হিমায়িত মাছ, মহিষের মাংস, মাছের খাদ্য, লবণ, রসুন, সানফ্লাওয়ার অয়েল, কফি ইত্যাদি। শনিবার (১০ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন কাস্টম হাউস চট্টগ্রামের নিলাম শাখার ডেপুটি কমিশনার সন্তোষ সরেন। তিনি জানান, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ডাম্পিং স্টেশনের পাশের একটি খালি জায়গা চিহ্নিত করা হয়েছে। জায়গাটি চট্টগ্রামের আউটার রিং রোড সংলগ্ন হালিশহরের আনন্দবাজারে অবস্থিত। পরিবেশ অধিদপ্তর থেকেও অনুমোদন মিলেছে এ বিষয়ে। এর আগেও একই জায়গায় পণ্য ধ্বংস করেছিল চট্টগ্রাম কাস্টমস। দিনে ২৫-৩০টি কন্টেইনারের পণ্য ধ্বংসের পরিকল্পনা রয়েছে। এর ফলে বন্দরের মূল্যবান জায়গা খালি হবে।

আরো সংবাদ