স্বাধীনদেশ টেলিভিশন

ভারতে হাসপাতালে অগ্নিকাণ্ড, করোনা আক্রান্ত ৮ রোগীর মৃত্যু

ভারতের আহমেদাবাদের একটি হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) লেগে যাওয়া আগুনে করোনা ভাইরাসে আক্রান্ত চিকিৎসাধীন ৮ রোগীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) এ ঘটনা ঘটে, খবর আল জাজিরার।

ইউসুফ খান নামের এক কর্মকর্তা জানান, আহমেদাবাদের শেরি হাসপাতালে লাগা আগুন নেভাতে আধা ঘণ্টার মতো সময় লেগেছে দমকল কর্মীদের। এখানে চিকিৎসাধীন ৩৫ রোগীকে অন্য হাসপাতালে সরিয়ে নেওয়া হয়েছে।

এনডিটিভির বরাতে খবরে বলা হয়, আনুমানিক দিনগত রাত ৩টার দিকে হাসপাতালে আগুন লাগে। নিহতদের মধ্যে ৫ জন পুরুষ ও ৩ জন নারী।

আহমেদাবাদ ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসের অতিরিক্ত চিফ ফায়ার অফিসার রাজেশ ভাট বলেন, এই পাঁচজন পুরুষ ও তিন নারী হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। আগুন লাগার পর তারা নিরাপদ স্থানে সরে যাওয়ার মতো পরিস্থিতিতে ছিলেন না। ৫০ শয্যার এ হাসপাতালে ৪৫ জনের মতো রোগী ভর্তি ছিলেন।

এদিকে আগুন লাগার ঘটনা তদন্ত করতে কমিটি গঠন করা হয়েছে।

এ ঘটনায় শোক জানিয়ে টুইট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ভারতে আশঙ্কাজনক হারে বাড়ছে করোনায় মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা। এ পর্যন্ত দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ৪০ হাজার ৭৭২ জনের। আক্রান্ত হয়েছে আরও ১৯ লাখ ৬৭ হাজার ৭০০ জন।

আরো সংবাদ