স্বাধীনদেশ টেলিভিশন

সমাজবিজ্ঞানী ড. অনুপম সেনের জন্মদিনে বিশিষ্টজনদের শুভেচ্ছা

সমাজবিজ্ঞানী ও শিক্ষায় একুশে পদকপ্রাপ্ত প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. অনুপম সেনের জন্মদিনে (৫ আগস্ট) চট্টগ্রামের বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন তাকে শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত করেছে। শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্টজনরা।

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন বলেছেন, ‘আমার প্রিয় শিক্ষাগুরু, বিশিষ্ট বুদ্ধিজীবী, বরেণ্য শিক্ষাবিদ, বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টামণ্ডলীর অন্যতম সদস্য প্রফেসর ড. অনুপম সেন স্যারের জন্মদিনে জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা। স্যারের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। ’

সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান তার শুভেচ্ছা পুষ্প পাঠিয়েছেন।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম বলেন, ‘প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য, শিক্ষায় একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক ড. অনুপম সেন এর ৮০তম শুভ জন্মবার্ষিকীতে তাকে অভিনন্দন। ’

বান্দরবানের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাহাবুবুর রহমান বলেন, ‘শুভ জন্মদিন শ্রদ্ধেয় স্যার। দীর্ঘ জীবন হোক আপনার…। ’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. ওবায়দুল করিম বলেন, ‘৫ আগস্ট প্রফেসর ড.অনুপম সেন, আমার শিক্ষক ও পিএইচডি সুপারভাইজার এর ৮০তম জন্মদিন। মানবজমিনে মহত্তমদের কর্মযজ্ঞের স্মৃতিচারণ দরকার ভবিষ্যৎ নির্মাণের জন্য। স্যার সুস্থভাবে আরও অনেক বছর বেঁচে থাকুক, কর্মযজ্ঞের পরিধিটা বৃদ্ধি পাক। স্যার, শুভ জন্মদিনের শুভেচ্ছা আপনার জন্য। ’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মহীবুল আজিজ তার বাণীতে বলেছেন, ‘আমার শিক্ষক, পিএইচডি অভিসন্দর্ভের গবেষণা-তত্ত্বাবধায়ক বিশিষ্ট সমাজবিজ্ঞানী প্রফেসর ড. অনুপম সেন এর ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে স্যারকে অনেক শ্রদ্ধা ও ভালোবাসা। ’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যান্ত্রোপলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. রাহমান নাসির উদ্দিন বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমি শিক্ষক হিসাবে যোগদান করার পর থেকে প্রফেসর ড. অনুপম সেন স্যার ছিলেন আমাদের অ্যাকাডেমিক এবং রাজনৈতিক মতাদর্শের এক পরম শ্রদ্ধেয় আদর্শ। আমার পিএইচডি স্কলারশিপের অ্যাকাডেমিক রেকমেন্ডেশান লিখেছিলেন প্রফেসর ড. অনুপম সেন। বিগত বিশ বছরের অধিক সময় ধরে স্যারের স্নেহ, ভালোবাসা এবং বুদ্ধিবৃত্তিক প্রণোদনায় ঋদ্ধ আমি। স্যারকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। স্যার আপনি ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আর আমাদের মাথার ওপর ছায়া হয়ে থাকুন। ’

আরো সংবাদ